আমাদের কথা খুঁজে নিন

   

কি চমৎকার দেখা গেল.....

জেমসের একটা বিখ্যাত গান 'এই তারপরেতে দেখ ভাল/কিস চমৎকার দেখা গেল' হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা না থাকলেও দুরভীসন্ধির মারপ্যাচ জানা আছে ইলিয়াস আলীকে সরকারের নির্দেশে গুম করে তা তিনি আবার বুঝিয়ে দিলেন। সুরঞ্জিতের ঘুষের টাকা নিয়ে হাসিনা যে বিপদে পডেছিল তা থেকে ইলিয়াস আলীকে গুম করে তিনিও আপাত বাচালেন, বাচালেন দাদাকে। দাদা বলে কথা, যিনি কিনা আবার দাদাদেরও দাদা। ওপারের দাদাদের কথাতো হাসিনার বেদবাক্য। তাইতো সুরঞ্জিত বাবু ধরা খেলেও হাসিনা তাকে পুরস্কৃত করলেন।

আর জনগণের দৃষ্টি ফেরাতেই ইলিয়াস আলীকে গমি করে এখন বিএনপির সাথে শর্তের ডামাডোলে আওয়ামী অপরাজনীতি সামাল দিতে চাইছেন। হাসিনা যদি রাজনীতি থেকে অবসর নেয়ার পরে নাটক করেন বা লেখেন তবে নিশ্চিত নোবলে কি অস্কার পেয়ে যাবেন। দুর্মুখেরা বলতে পারে নাটকে কি নোবেল অস্কার আছে। নাই জানি, কিন্তু ওপারের দাদারা চাইলে তা হওয়া অসম্ভব না। এতকাল ধরে আওয়ামী লীগ যে ভারতসেবা করে আসছে তার তো একটা মুল্য থাকা উচিত।

ইলিয়াস আলীকে হয়ত সরকার শেষ পর্যন্ত সুরঞ্জিতের কিসসার সঙ্গে মিলিয়ে হাজির করবে তবে পাবলিক আর আমপাবলিক নাই। আর ২ বছর পরে ক্ষমতা থেকে ভেগে আওয়ামীলীগকে তো বিরোধী দলে আসতে হবে। তারা যে তখন এমন গুম হবেননা তার কি গ্যারান্টি। খেলার নতুন নিয়ম গুলো তো তারাই তৈরী করে গেলেন। অবশ্য ওপারের দাদারা এদরতে তাদের কোলে ঠাই দেবে বলে অনেক অভাজনই মনে করে।

যেমন দিয়েছিল হাসিনাকে ১৯৮১ পর্যন্ত। (দুর্মুখেরা বলেন দাদাদের সেই ঋণের শোধ দিতে তার এমন ভারতপ্রীতি থাকবেই। তা না হরৈ যে আমাদের বঙ্গবন্ধু কণ্যা অকৃতজ্ঞ এই অপবাদ তো আমাদের জাতীয় লজ্জা হয়ে দাড়াবে। ) ইলিয়াস আলীকে সরকার কিভাবে ফেরাবেন তা নিয়ে জল্পনা কল্পনা থাকলেও এই আওয়ামী তাবেদার শোষকদেরকে যে জনগণ কিভাবে ফেরাবে তা নিয়ে কিন্তু জল্পনা-কল্পনার অবকাশ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।