আমাদের কথা খুঁজে নিন

   

ইত্যাদি ! চমৎকার !! চমৎকার !!!

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !!
এবার ঈদের ইত্যাদি মিস করেছিলাম। গুগুল মামুকে নক করতেই লিংক পেলাম, ইত্যাদি দেখলাম। কয়েকদিন ধরে ফেইসবুক ও ব্লগে হানিফ সংকেত ও ইত্যাদি নিয়ে ব্যাপক সমালোচনার ঝর তোলেছেন কিছু ফাজিল পোলাপান। তাদের মতে- ইত্যাদি জৌলুস হারিয়েছে, এক কথায় ঘুরে ফিরে বলা হয়, নতুনত্ব নেই, হাসি পায় না ইত্যাদি ইত্যাদি। এই সব কথা যারা ছড়াচ্ছেন- গালে জুতা মারা দরকার।

প্রতিবারের মতো এবারের ইত্যাদিও ফাটাফাটি রকমের ভাল হয়েছে। সামাজিক অসংগতিগুলো কৌতুকরসে সুন্দরভাবে উপস্থাপন করেছেন হানিফ সংকেত। নান্দনিক স্টাইল, সুন্দর ভাষাশৈলী, চমৎকার উপস্থাপনার অপর নাম হানিফ সংকেত ও ইত্যাদি। হ্যা এটা সত্য- কৌতুক আর হাস্যরসের নামে আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে যে ভারামী আর সুরসুরি অনুষ্ঠান হয় সেগুলো ইত্যাদিতে নেই। এবারকার ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোর আদলে যারা অনুষ্ঠান বানান বা দেখেব তাদের পাছায় বাঁশ গেছে।

তাই তারা ব্যাথায় কাতরাচ্ছেন আর এসব অপপ্রচার চালাচ্ছেন। হুজুগে বাংলাদেশে "কান নিয়েছে চিলে-চিলের পিছে ঘুরছি আমরা সবাই মিলে" এরকম লোকের সংখ্যা দিনদিন বাড়ছে। ইদুরের মতো বংশবৃদ্ধি করছে আমাদের বুদ্ধিজীবি সমাজ (টক শো দেখলেই বোঝা যায়) সমালোচনা করার কিছু না কিছু একটা জিনিশ বের করবে আর ত্যানা পেচাবে, ইশ্যু বানাবে। বারবার যদি বিভিন্ন আঙ্গিকে বলা হয় "মিথ্যা বলা মহা পাপ" - সমস্যা কি? কৌতুক নাটিকা, গানে গানে টক শো, নান নাতি, মামা ভাগিনা, অসাধারণ মিউজিক কম্পোজিশনে হৃদয় খান আর কনার নাচ, হিন্দি সিরিয়ালের প্যাজগী দৃশ্যগুলো, বিভিন্ন স্টাইলের ভাষন, বিদেশী পর্ব, সবার প্রথম রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, সবার শেষের এন্ড্রু কিশোরের গান টা চমৎকার চমৎকার চমৎকার। জন্মের পর থেকে যে ইত্যাদি দেখছি আজো তা ঝকমকে।

কালের পরিবর্তনে সময়ের সাথে তাল মিলিয়ে হানিফ সংকেত ও ইত্যাদি হয়েছে আরো আধুনিক ও স্মার্ট। বিটিভি তথা বাংলাদেশের সব টিভি চ্যানেলের সেরা ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" ও হানিফ সংকেত বেঁচে থাকুন ১৬ কোটি মানুষের দোয়া নিয়ে। স্যালুট স্যার, স্যালুট ইত্যাদি।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.