আমাদের কথা খুঁজে নিন

   

কী চমৎকার হইল!



প্রায় প্রতি বছরই দেখা যায় বর্ষা আসবার আগে একটা নতুন ছাতা কিনতে হচ্ছে। কারণ খুবই ভয়ংকরভাবে ছাতার একটা শিক ভেঙে যায়। তখন আর কিছুতেই সেটা ব্যবহার করা যায় না। গতবারও ঠিক একই কাজ হলো। ছাতাটা ভেঙে গেছে।

আমারতো মনটা ভয়াবহ খারাপ। কারণ জিনিসটা সুন্দর ছিল। আর এখন আবার নতুন একটা কিনতে হবে। ঝামেলা! কী আর করবো। ভাঙা ছাতাটাই ব্যাগে নিয়ে ঘুরছি।

একদিন বিকেলে টিউশনি শেষে ছাত্রীর বাসা থেকে বের হয়েছি। রিকশা নেবো,এমন সময় দেখি এক চাচা মিয়া যাচ্ছে ছাতা সারাইয়ের সরঞ্জাম নিয়ে। ডাকলাম তাকে, চাচা দ্যাখেনতো এইটা ঠিক করতে পারবেন নাকি? ব্যাগ থেকে ছাতা বের করতে করতে বললাম। ছাতা না দেখেই চাচা মিয়া খুব আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়ল,হ্যাঁ,পারবো। কিছুটা সন্দিহান হলেও বের করে দিলাম।

কারণ আমার ধারণা ছিল,ছাতাটা একেবারেই গেছে। চাচা মিয়া ছাতা নিয়ে কিছুণ পরীা-নিরীা করল। তারপর বলল নতুন শিক লাগাতে হবে,15-20মিনিট লাগবে। রাজি হলাম। কিন্তু তার ঝোলা অনেকণ খোজাখুজি করেও নতুন শিক পাওয়া গেল না।

তখন বলল একটা তার দিয়ে আঁটকে দিবে। আমার আর কি বলার আছে?রাজি হলাম। চাচামিয়া তখন তার ঝোলা থেকে একটা চিকন তার বের করল,ইঞ্চি দুয়েক লম্বা হবে জিনিসটা। ভাঙা জায়গায় সেটা সেট করে আরেকটু চিকন একটা তার দিয়ে বেধে দিল। পুরো কাজটা শেষ হতে বোধহয় পাঁচ মিনিটও লাগেনি।

কিন্তু জিনিসটা এত সুন্দর হয়ে গেল,একদম নতুনের মত। আমি তার কাজে এত মুগ্ধ হলাম যে প্রথমে কিছুণ কথাই বলতে পারলাম না। চাচামিয়া কাজের জন্য চেয়েছিল বিশ টাকা। দরাদরি করে সেটা বারোতে নামানো হয়েছিল। এমনকি চাইলে আরো কমিয়ে আট টাকাও দেয়া যেতো।

কিন্তু ছাতাটা ঠিক হয়ে যাওয়ায় আমি এত খুশি হলাম যে আর কমালাম না। সত্যি,কত আজব কান্ডই ঘটে পৃথিবীতে। আমি তো কেবল অবাকই হয়ে যাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।