আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার সাথে দেখা করার পরই কেন চুপ হয়ে গেলেন ইলিয়াস আলীর স্ত্রী ?

এটা সিওর বিএনপির সাথে শল্লা করেই আলোচিত হওয়ার জন্য নিখোজ হয়েছেন ইলিয়াস আলী। বিএনপি আর কোনো ইস্যু পাচ্ছিল না। তাই এই বলিখেলার ফন্দি আটে। তারাই এই কাজটি করে পরপর দুদিনের হরতাল দিয়েছে। মানুষ মারছে।

তারা জানে আন্দোলন না করলে তারা হালে পানি পাবে না । হাঁ, খালেদা জিয়া তার শেষ খেলায় হাত দিয়েছন। অতএব দেখুন দেশাবাসি, জল কোথায় গড়ায় ........ ক্ষুব্ধ খালেদার নির্দেশেই চুপ লুনা সমকাল প্রতিবেদক হঠাৎই বদলে গেছে দৃশ্যপট। স্বামী ইলিয়াস আলী 'নিখোঁজ' হওয়ার পর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা মিডিয়ার সামনে বারবার উপস্থিত হয়েছেন। থানায় জিডি, আদালতে রিট_ ক্লান্তিহীন লুনা।

শনিবার রাতে র‌্যাবের সদর দফতরে স্বামীকে ফিরে পাওয়ার ব্যাপারে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। রাতে খালেদা জিয়ার সঙ্গে একাকী কথা বলেছেন। গভীর রাতে বনানীর বাসায় ফেরার পর থেকে গতকাল রাত পর্যন্ত তিনি চুপ। কথা বলা তো দূরের কথা, সাংবাদিকদের তার বাসায় প্রবেশও নিষেধ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, র‌্যাবের সঙ্গে যাওয়ায় লুনার ওপর ক্ষুব্ধ হন খালেদা জিয়া।

ক্ষুব্ধ খালেদা জিয়ার নির্দেশেই চুপ হয়ে যান ইলিয়াসের স্ত্রী। লুনা এখন এড়িয়ে চলছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। এমনকি অনেক বিচার-বিবেচনা করে লুনা দলীয় নেতাকর্মীদের সঙ্গেও কথা বলছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে লুনা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সময় তিনি প্রথমে লুনার কাছে জানতে চান, কেন লুনা র‌্যাবের সঙ্গে গেলেন? র‌্যাবের সঙ্গে কথা বলার সময় বিএনপির নেতৃস্থানীয় টিমের থাকা উচিত ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে র‌্যাবের একটি দল ইলিয়াসের বনানীর বাসায় গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলে।

তারা জানতে চান, ইলিয়াসের সম্ভাব্য শত্রু কে কে হতে পারেন। র‌্যাবকে জানানো হয়, ইলিয়াসের তেমন কোনো শত্রুর কথা তারা জানেন না। র‌্যাব সদস্যরা ইলিয়াসের বাসা থেকে বের হওয়ার কিছু সময় পর লুনার মোবাইল সেটে একটি মেসেজ আসে। সেখানে দেখা যায়_ একটি ম্যাপ করে দেখানো হয়েছে কোথায় ইলিয়াসকে রাখা হয়েছে। এ মেসেজটি পাওয়ার পরপরই লুনা বিষয়টি র‌্যাব-পুলিশকে জানান।

খালেদা জিয়ার ধারণা, র‌্যাবই মেসেজ পাঠিয়ে আরেকটি ফাঁদ সাজিয়েছে। ওই ফাঁদে পা দিয়েছেন লুনা। খালেদা জিয়াই লুনাকে নির্দেশ দিয়েছেন, ইলিয়াসের 'নিখোঁজ' হওয়ার বিষয়টি নিয়ে যাতে কোনো মিডিয়ায় তিনি কথা না বলেন। র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের বলেন, তাহসিনা রুশদীর লুনা শনিবার তার বনানীর বাসায় ডেকে নিয়ে আমাদের জানান, এক ব্যক্তি তাদের জানিয়েছেন ইলিয়াসকে পূবাইলে আটকে রাখা হয়েছে। লুনা ওই ঠিকানার একটি তথ্য পুলিশ কর্মকর্তাদের দেখান।

এর সূত্র ধরে র‌্যাব এবং পুলিশের একটি যৌথ দল গাজীপুরের পূবাইল এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। বনানী থানার ওসি মামুন-অর রশিদ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সঙ্গে গতকাল দেখা করতে বনানীর বাসায় যান। এ সময় ওসি মামুন ইলিয়াসের স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করেননি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.