আমাদের কথা খুঁজে নিন

   

বাবুর গল্প ছোট হলও আই ওয়াশ​….

নিজেকে জানার অনেক বাকি,যখন জানব তখন বলব..।মানুষ রাত ১০টা..মায়ের ফোন তুই কোথায় তারাতারি বাসায় আয়​..আমি বললাম কেন মা কোন সমস্যা।মা বলল দেখছিছ না চারোদিকে কত সমস্যা…মানুষ যেভাবে গুম হচ্ছে।আমি হাসতে লাগলাম​…মা বলল হাসছিছ কেন​?আমি বললাম আমাকে গুম করে লাভ কি?আমাকে গুম করলে কি সুরঞ্জিত বাবুর গল্প থামবে।মা বলল মানি কি? মানি সুজা আমাকে গুম করলে পত্রিকায় লেখা হবে একটি ছেলেকে খুজে পাওয়া যাচ্ছে না…তাও ছাপা হবে একদিন তারপর সবাই চুপ গল্প শেষ​।আর জাকে গুম করা হ​য়েছে সেত ইলিয়স আলী…সুনাম ধন্য নেতা..পত্রিকায় লেখা লেখি হবে..টেলিভিশনে টক শো গুলোতে আলোচনা হবে..জনগনের মাথায় নতুন চিন্তা ধুকবে ফাকে পূর্বের কোন এক বাবুর চিন্তা মাথা থেকে নামবে..মা এটাকে বলে আই ওয়াশ​। মাকেত বুঝালাম এবার নিজেকে কিভাবে বুঝাই বলেন?আমরা কি গনত্র্ন্ত বলব না মানুষ মানুষে রাজনৈতিক খেলা বলব​..আমি জানিনা…জানতে চাই ইলিয়াস আলী একজন মানুষ​..তার পরিবার আছে..তাদের কি হবে বা তাদের মানসিক অবস্থা কি?এর আগে অনেক গুম গুম খেলা হ​য়েছে যার কোনো সমাধা হ​য়নি..কোথায় এরা..লোকগুলো কি বেঁচে আছে নাকি…..??এর পর কার পালা?সরকারের কি জানে??আর যদি না জানে তবে কি তারা সফল​..নাকি ব্যর্থ​??আমি জানি না..আপনারা কি জানেন​..নাকি আমার মত আই ওয়াশ হ​য়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।