আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্ব

আকাশ সবসময় নেগেটিভ চিন্তা করে। সবুজ ঘাসের উপর বসে বলে-কি দরকার এই সবুজের কি দরকার এই সবুজ ঘাসের। বট গাছের নিচে ছায়ায় বসে যদি বলা হয় যে বট গাছের কি দরকার কেমন লাগে বলুন তো। শর্মী আকাশের বন্ধু। আকাশ মধ্যবিত্ত পরিবারের ছেলে।

কিন্তু অর্থনৈতিক অবস্থা যাই হোক, লেখাপড়ায় আকাশ সেরাদের সেরা। এ+ রেজাল্ট নিয়ে ঢাকা শহরে আসে অর্নাস করতে। ভাগ্যের বিমুখোতার কারনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় ভর্তি হতে না পারা আকাশ ভর্তি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঢাকা কলেজে। অর্থনীতি বিষয়ে অর্নাস বেশ কঠিন।

কিন্তু আকাশের কাছে কিছু না। ক্লাস ফোর থেকে বাবার টাকা নেওয়া বন্ধ। নিজের জিদের কারনেই বলতে পারি। ফাইনটেন পেন কলম চাওয়াতে আকাশের বাবা আকাশকে ধমক দিয়ে বলেছিল- যা নিজে কামাই করে দামী কলম কিনগে যা। আকাশের বাবার কথায় আকাশের মা বেশ কষ্ট পেয়ে একমাত্র ছেলেকে কাওকে না জানিয়ে পাঠিয়ে দিল তার এক দূরসম্পর্কের ভাইয়ের কাছে যশোরের কেশবপুরে।

মামার বাসায় গিয়ে গার্মেন্টস এর দোকানে কাজ করতে শুরু করে আকাশ। পরিবর্তন ভাগ্যের। সন্ধ্যার পর বাসায় ফিরে ক্লাস ফোরে পড়া মামাতো ভাইয়ের সাথে পড়তে বসতো। আগ্রহ দেখে মামা আকাশকে ভর্তি করে দেয় স্কুলে। শুরু হলো চাকুরী আর লেখাপড়া একসাথে।

আকাশের বাবা জানতো না আকাশ কোথায় আছে। সংসারে অশান্তি শুরু হলো আকাশের মায়ের সাথে। তবুও মা কিছু বলে না। আকাশের বাবার চোখের জলে ভিজে গেল অনেকের কোমল হৃদয় কিন্তু আকাশের মা বললো না কিছুতেই। সারা দেশের সব আত্মীয়ের বাসা খোজা শেষ।

ইন্ডিয়ায় কয়েকটি স্থানে খোজাখুজি করেও আকাশকে খুজে পাওয়া গেল না। এভাবেই চলতে থাকে আকাশের জীবন চাকা। এস.এস.সি, এইচ.এস. সি তারপর অর্নাস। ভালো রেজাল্ট করে আকাশ খুজতে থাকে চাকুরী। চাকুরী পেল।

সেই সুবাদে পেল একজন ভাল বান্ধবী। নাম শর্মী। বড় লোকের সুন্দরী মেয়ে। বর্তমান সময়ের সাধারণ বা আর দশটা আধুনিক মেয়ের মত না শর্মী। বাবার গার্মেন্টস ফ্যাক্টরী, চা বাগান, অন্যান্য বিজনেস তো আছেই।

মা বাবা, দুই ভাই আর শর্মী। তিনটা গাড়ী। শর্মী ইস্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিবিএ পড়ে। ফোনে পরিচয় হয় আকাশের সাথে। আকাশ শর্মীর সাথে বেশ কয়েকদিন কথা বলে ফোনে।

দেখা হযনি এখনো। শর্মী এত বড়লোকের আদরের দুলাল তবুও অহংকার নেই তার। আকাশের সাথে বন্ধুত্ব হলো ঠিকই কিন্তু কথা বলতে বলতে লেগে যায় প্রায়। শর্মী আকাশকে বন্ধুই ভাবে আর আকাশ আস্তে আস্তে ভালবাসতে শুরু করে শর্মীকে। স্পস্ট বাদী আকাশ না লুকিয়ে তার ভাললাগার কথা ভালবাসার কথা বললো শর্মীকে।

শর্মী কোন উত্তর দিলো না। সম্পর্ক ভাংলো না। আকাশকে বোঝালো যে.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।