আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্ব

বন্ধুত্ব এই ! কি হল তোর ? কেন তুই চুপটি করে- একলা ঘরে। অন্ধকারে বসে আছিস ? কেউ কি তোরে কষ্ট দিছে ? আরে বোকা ! কঁাদছিস কেন মিছে ? আমায় বলনা খুলে- মাথা তোলে, একটু তাকা। দুত্তুরী ছাই ! বরাবরই তোর ঘাড়ের- রগ টা একটু বঁাকা। পরিক্ষায় ফেল করেছিস ? বাবা বকা দিছে ? মায়ের টাকা চুরি গেছে ? নাকি ভাব ধরেছিস বল। শালা ! থাপ্পড় খাবি। এখন উঠ। আমার সাথে চল। (শাহজাহান আহমেদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।