আমাদের কথা খুঁজে নিন

   

একজন বদর আলী ও গোপাল ভাড়ের গল্প।

http://www.facebook.com/Kobitar.Khata রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাড়কে হুকুম দিলে যাতে গোপাল যাতে আর কোনদিন সাতসকালে রাজদরবারে হাজির না হয়। গোপাল খুব অবাক হয়ে রাজার কাছে কারণ জানতে চাইলেন। রাজা বললেন, গোপাল একজন কুফা। যেদিনই সাত সকালে গোপালের মুখ দেখেন সে দিনই রাজা কোন না কোন সমস্যায় পড়েন। যেমন আজও সাত সকালে গোপালের মুখ দেখেছেন আর রাজার নোখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেল।

সুতরাং গোপাল যদি আর কোনদিন যদি সাতসকালে রাজদরবারে আসেন তবে তার গর্দান যাবে। রাজার হুকুম শুনে গোপাল মুখ চুন করে চলে গেল। পরদিন যথানিয়মে গোপাল আবার সাত সকালে রাজদরবারে হাজির। গোপালকে দেখেই রাজা হুংকার দিয়ে সিপাহীদের হুকুম দিলেন গোপালের গর্দান কাটার। গোপাল হাত জোড় করে বললেন,‍‍‌"জাহাপনা, গর্দান কাটুন দুঃখ নাই, কিন্তু আমার একটা কথা ছিল।

" রাজা গোপালের কাছে কি কথা আছে জানতে চাইলেন। গোপাল বললেন " জাঁহাপনা, সাতসকালে আমার মুখ দেখে আপনার নোখ কাটতে আঙ্গুল কেটেছে, কিন্তু আপনার মুখ দেখে আমার গর্দান যাচ্ছে, এখন বলুন কে বেশী কুফা?" বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপি আগামীকাল হরতাল ডেকেছে। আর যথানিয়মে হরতালের আগের দিন ৬/৭টি বাসে আগুন দিয়েছে আর সেই আগুনে একজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এখন আমার কাছে মনে হচ্ছে কার জীবনের মূল বেশী? একজন খুনী সন্ত্রাসী ইলিয়াস আলী নাকি একজন নীরিহ বাস ড্রাইভারের? গোপালের মতোই ম্যাডাম খালেদা জিয়ার কাছে জানতে ইচ্ছে করছে, গুম হওয়া ইলিয়াস আলীর কারনে কেন বদর আলীর জীবন যাবে? বদর আলী খুলনা থেকে সকাল সাড়ে ১০টায় বাস নিয়ে ঢাকায় পৌছান। বুঝতেই পারছেন সে রাজ জেগে ড্রাইভ করেছেন।

এদিকে প্রচন্ড গরম চলছে। বদর আলী ঢাকায় এসে খেয়ে বাসেই ঘুমিয়ে পড়েছিলেন। খেটে খাওয়া এই মানুষটির শরীর ভ্রমনদের ধকল, গরমের ক্লান্তি হয়তো আর সইতে পারছিলেন না। রাত জাগার কারণে হয়তো আর চোখও খুলে রাখতে পারছিলেন না। তাই তো একটু শান্তির আশায় বাসেই একটু চোখ বন্ধ করেছিলেন।

আর সেই চোখ বন্ধ করাই হয়ে গেল জীবনের তরে শেষ চোখ বন্ধ করা। একজন নিরীহ মানুষের জীবন কত সহজেই চলে গেল! সৌভাগ্যবান জন্মে বঙ্গে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.