আমাদের কথা খুঁজে নিন

   

গণহত্যা

সাধারন, আশাবাদী এবং যুক্তিবাদী । আজ যখন বিকেলবেলা নাস্তার টেবিলে কফি পান করছিলাম তখন হঠাৎ মন খারাপ হয়েছিল কারণ আমি অন্তরে ব্যথা অনুভব করছিলাম যুগে যুগে দেশে দেশে গণহত্যা'র কাহিনি মনে করে । আমরা আদিম সমাজ থেকে বর্তমান সমাজে বাস করছি কিন্তু আমাদের আদিম প্রকৃতি ও তার বিস্তৃতি ধারন করে আছে সত্বায়, শিরায় শিরায় । জাতিগত দাঙ্গা হোক আর বা রাষ্ট্র কর্তৃক সংঘটিত গণহত্যা হোক , সবারই একটা কমন ধরন আছে । আর তা হলো প্রতিহিংসা, হত্যার স্পৃহা ।

রক্তে যেন আগুন ধরে যায়, হত্যার জন্য মন উতলা হয়ে ওঠে, আনন্দের সহিত সংগঠিত হয়ে হত্যা করে । সে রুয়ান্ডার গণহত্যা (১৯৯৪) হোক আর গুজরাটের সাম্প্রদায়িক গণহত্যা (২০০৭) , সবই একই উদ্দেশে সাধিত । প্রতিপক্ষকে হত্যা করা । যখন আমি এসব গণহত্যা'র কথা স্মরণ করি তখন আমার অন্তর এক অজানা ব্যথায় দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে । হয়ত আমাকে আবেগময় মনে হতে পারে ।

কিন্তু আমি সত্যকে আস্বীকার করতে পারি না । স্বজন হারানোর ব্যাথার মত চোখ দিয়ে পানি বের হয়ে আসে । অন্তরের সে পানি সহজে দেখা যায় না । সে পানি অন্তর দিয়ে অনুভব করতে হয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.