আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা কেনো দুর্নীতিবাজদের বুকের মধ্যে আঁকড়ে রাখেন?

চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷ হাসিনা কেনো দুর্নীতিবাজদের বুকের মধ্যে আঁকড়ে রাখেন?উত্তর একটাইঃ ঘুষ-দুর্নীতি নেতাদের একটি জয়েন্ট-পার্টনারশিপ বিজনেস। সব দুর্নীতিবাজরা ঘুষের একটা অংশ হাসিনা ও তাঁর দলকে দেয় যা দিয়ে তারা দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ছেন এবং জনগণের ওপর দুর্নীতির শাসন চিরস্থায়ীভাবে কায়েম করছেন। শ্রীলংকা গার্ডিয়ান পত্রিকার লেখাটি (নিচের লিঙ্কে) পড়লে দেখতে পাবেন ঘটনার রাতে হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে বিজিবি হেডকোয়ার্টার থেকে টাকার বস্তাসহ কীভাবে রেল মন্ত্রণালয়ের ঐ তিনব্যক্তি ছাড়া পেলেন। পত্রিকার লেখাটির সারসংক্ষেপঃ রেলমন্ত্রীর এপিএস বিজিবি হেডকোয়ার্টার থেকে মোবাইলে বিষয়টি সুরঞ্জিত সেনকে জানান। মন্ত্রী দ্রুত ফোন কেটে দিয়ে বিষয়টি প্রধাননমন্ত্রী এবং শেখ সেলিমকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনালের (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর বরাত দিয়ে টাকাসহ সব গ্রেফতারকৃতকে মুক্তি দিতে এবং বিষয়টি জনসাধারণ যেন জানতে না পারে, সে ব্যপারে নির্দেশ প্রদান করেন। সামরিক প্রধান জেনারেল মুবিন কিছু কর্মকর্তাকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন। ..." [এই প্যারাগ্রাফ পত্রিকা থেকে আংশিকভাবে ব্লগার আহলান-এর অনুবাদ] এতে কী মনে হয়না যে, শেখ হাসিনা এবং শেখ সেলিম এসব দুর্নীতির সাথে জড়িত? রেলের ব্যবস্থাপক এবং মন্ত্রীর এপিএসের মাধ্যমে ঘুষের টাকা মন্ত্রী সুরঞ্জিতের হাতে আসতো, এবং সুরঞ্জিতের হাত থেকে একটা অংশ হাসিনা এবং শেখ সেলিমের কাছে চলে যেতো? [মনে আছে, মইনুদ্দিন এবং ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ সেলিমের এবং শেখ হাসিনার ঘুষের "চেক" এর কথা?] এসব কারণে সৈয়দ আবুল হোসেনের মত প্রমাণিত দুর্নীতিবাজকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে, আর দুর্নীতির দায় কাঁধে নিয়ে পদত্যাগকারী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে হাসিনা আবার মন্ত্রীপদে ধরে রেখেছেন। এখন ঘুষ-দুর্নীতি নেতাদের একটি জয়েন্ট-পার্টনারশিপ বিজনেস, সোল-অওনারশিপ নয়। তাই কোনো মন্ত্রী-এমপি-নেতাকে দুর্নীতির দায়ে তার পদ হারাতে হবেনা।

শুধু জনগণের চোখে ধূলা দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে তাদেরকে দুর্নীতির একই বিজনেসেই রাখা হবে নেতাদের নিজেদের স্বার্থেই। আর দরকার হলে ড্রাইভার আযমের মতো লোক, যারা দুর্নীতিকে ফাঁস করে দেবার আস্পর্ধা দেখায়, তাদেরকে গুম করে দিলেই সব ঝামেলা শেষ। হায়রে দেশ! হায়রে রাজনীতি! হায়রে নেতা! হায়রে সরকার! Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.