আমাদের কথা খুঁজে নিন

   

হাতের নাগালে হীরের গয়না

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ ছেলের পছন্দের কনেকে দেখতে যাবেন মা। অনামিকায় পরিয়ে দেবেন এনগেজমেন্ট রিং। মায়ের হাতে লাল টুকটুকে একটা ছোট্ট বাক্স। সোনার আংটি তো নিশ্চয়ই, তবে এর বিশেষত্ব আলাদা। আংটিতে বসানো চিনি দানার চেয়ে খানিকটা বড় এক খন্ড হীরে।

পৃথিবীর সবচেয়ে দামী রতœ। আঁতকে উঠলেন, না-জানি কতো দাম! আরে নাহ্, হীরের গয়না এখন আর দুর্লভ কিছু নয়। আমাদের অলংকারের বাজারে এখন এটি খুব চলছে। কেবল উচ্চবিত্তের জন্যই নয়, হীরের কণা বসানো অলংকার এখন চলে এসেছে মধ্যবিত্তের হাতের নাগালে। হোক না তা হীরের কণা, তবু হীরে বলে কথা।

আজকাল তাই নাত-বৌয়ের মুখ দেখতে যাওয়ার আগে আশির্বাদ হিসেবে দাদু হীরের নাকফুল দেওয়ার কথা ভাবতে পারছেন। হীরের আংটি বা হীরের নাকফুলের দাম কতো ? সোনার আংটি বা নাকফুলের চেয়ে দাম একটু কেবল উনিশ-কুড়ি। ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে ডায়মন্ড রিংয়ের কথা এখন আপনি ভাবতে পারেন। আর ডায়মন্ড নোজ পিন পাবেন মাত্র ১২ থেকে ২০ হাজার টাকার মধ্যে। স্বচ্ছল পরিবারের বিয়েতে আজকাল কনের গলায় ছিমছাম ডায়মন্ড নেকলেস বেশ চোখে পড়ে।

দাম নির্ভর করে ডিজাইনের উপর। গর্জিয়াস নেকলেস এখন হয়ে গেছে অনেকটা সেকেলে। যুগটাই এখন সিম্পলিসিটির। তাই কয়েক দানা হীরে বসানো হালকা ডিজাইনের সোনার নেকলেসের এখন খুব কদর। দাম ৫০ হাজার থেকে তিন লাখ টাকার মধ্যে।

একজীবনে বেশিরভাগ মানুষ বিয়ে তো একাধিক বার করে না। তাই আজীবনের সঙ্গীটির জন্য একবার-ই না হয় বেশি খরচ করলেন। তাকে চমকে দিলেন হীরের গয়না উপহার দিয়ে। কোথায় পাবেন ? ঢাকা আর চট্টগ্রামের মতো বড় শহরগুলোর নামকরা জুয়েলারি শপের পাশাপাশি মাঝারি মাপের জুয়েলার্সেও আজকাল পাওয়া যাচ্ছে হীরের গয়না। ডায়মন্ড ওয়ার্ল্ড, আমিন জুয়েলার্স, আপন জুয়েলার্স, আল-হাসান জুয়েলার্স, জড়োয়া হাউজ, ডায়মন্ড ভিউ ইত্যাদি ব্র্য্যান্ডের হাউজে হীরের গয়না পছন্দের জন্য ঘুরে আসতে পারেন একচক্কর।

মডেল : পিয়া সূত্র -- প্রস্তুতি : লাইফস্টাইল [প্রতিমুহূর্ত.কম/www.protimuhurto.com] View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.