আমাদের কথা খুঁজে নিন

   

হাতের সাতকাহন

এবার থেকে আমার লেখা আমার কথা বলার চেষ্টা করবে।

হাত নিয়ে কিছু বাখোয়াজ এবার। সদ্য ভাবনা এই মানুষের হাত হয় অপার বিস্ময়ের। হাত অতি বিষম বস্তু। কিমাআশ্চর্যম।

তাই এখন হাতের ছবি আঁকি। আর অন্য কথার বদলে এবার হাতের কথা। হাত দিয়েই হাতেখড়ি। মানুষ হাতেকলমে শেখে আর কলম দিয়ে লেখে। হাত মানুষকে মানুষ করেছে।

অন্যথায় মানুষ হতো লেমুর। লোয়ার প্রাইমেটস। মানুষের যা কিছু বুদ্ধিদীপ্ত সৃষ্টি তাকেই বলা হয় হাতের কাজ। যেমন - ভাবে হাতেরহাত দিয়ে মসজিদ-গীর্জা-মন্দির নির্মাণ। হাত দিয়ে স্থাপত্য।

হাত দিয়ে ছবি আঁকা। হাত দিয়ে সুর তোলা। হাত দিয়েই এদের তাদের দাঙ্গা-হাঙ্গামা। হাত আছে বলেই হাতাহাতি এখনো। হাত দিয়েই শিল্প যাহাকে হস্তশিল্প বলে।

যেমন - কিলিকার্টিস এবং পকেটমারি। অর্থাৎ হাত দিয়েই মানুষের সৃষ্টিশীল কাজের গোটা গোটা অধ্যায়। বলা যায় আমি ভাবি বলে নয় আমার হাত আছে বলে আমি একসিস্ট করি। আরো আছে। যেমন - হাত দিয়ে সৌজন্যবিনিময়।

হস্তচুম্বন বা নমস্কার। হাত কখনো বরাভয়। হাত কখনি হয় ভয়-ভয় নির্বাচনী প্রতীক। এভাবে হাতের আমি হাতের তুমি হাত দিয়ে যায় চেনা। কারো কারো স্টেফান জাইগকে মনে পড়তে পারে।

এরপরেও বলতে হবে হাত ছাড়া মানুষ হয়। এভাবে হাত ধর্মেও আছে জিরাফেও আছে। কাজে যেমন অকাজেও তেমন। ধরা যাক - হত্যায় হাতের ভূমিকা অবশ্যম্ভাবী। ধর্ষণে হাতের ব্যবহার গুরুত্বপূর্ণ।

নির্জন ও নিরাপদ যৌনতায় হাতের ভূমিকা হাত থাকলেই কেবল জানা যায়। সর্বোপরি - হাত দিয়ে কবি লেখে কবিতা আর আমি লিখছি ব্লগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.