আমাদের কথা খুঁজে নিন

   

হাতের কাজ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

হাতের কাজ সারাদিন হাত দিয়ে কত কাজ করা হয়, হাত দিয়ে ঘুষি মারা, সেতো কাজ ভালো নয়। মিছিলের শ্লোগানেতে লোকে হাত তোলে ঐ, হাত দিয়ে মুড়ি ভাজে হাত দিয়ে ভাজে খই। হাতমুখ ধুয়ে কেউ হাত দিয়ে ভাত খায়। হাত খরচের টাকা মা'র কাছে ছেলে চায়।

হাত দেখে আয়ু রেখা বলে দেয় জ্যোতিষে, আঁধারের কালো হাত করে শুধু ক্ষতি সে। হাতাহাতি করে কেউ হতাহত হয় যে, হাতটান কখনোই ভাল কাজ নয় যে। হাত ধরে নাড়ী চেপে রোগী দেখে ডাক্তার। দানে যার হাত বড়, বহু নামডাক তার। অপরাধী হাতকড়া পরে যায় থানাতে, ডানে বায়ে হাতড়িয়ে পথ চলে কানা যে।

হাতে কাজ থাকে নাতো বড় ছুটিছাটাতে, নাপিতের হাত ভালো চুল দাড়ি কাটাতে। ছোট শিশু নিজ হাতে কোন কিছু খায় না, আইনের হাত থেকে কেউ ছাড়া পায় না। সুযোগের হাতছাড়া করে শুধু বোকারা, হাত দিয়ে দাঁত মাজে ছোট খুকু খোকারা। প্রেমিকের হাত ধরে মেয়ে যায় পালিয়ে, যাদুকরে যাদু করে হাত তার চালিয়ে। হাতে ব্যথা পেলে কেউ রেগে গিয়ে গালি দেয়।

ভালো গান শুনে লোকে জোরে হাততালি দেয়। দেখবে সময় বলে কেউ হাতে ঘড়ি দেয়, শিখতে নতুন পড়া ছেলে 'হাতেখড়ি' নেয়। সরকারী সম্পদ প্রায়শ বেহাত হয়। বাঁহাতের কাজ করা কখনোই ভাল নয়। তরুণ তরুণী হাঁটে হাতে হাত মিলিয়ে, কাঁঠাল পাকানো হয় হাত দিয়ে কিলিয়ে।

শেষে বলি ভাল কাজে সর্বদা দিও হাত, হাত দিয়ে কোরো নাতো কভূ কোনো অপরাধ। মনিরুল হাসান, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.