আমাদের কথা খুঁজে নিন

   

হাতের পাচ চাড়তে নাই ।

ঈশপের গল্প হতে । এক দিন এক সিংহ খরগোস ধরে খেতে যাবে এমন সময় এক হরিন যাচ্ছিল তার সামনে দিয়ে । হরিন কে দেখে খরগোস টাকে ফেলে সিংহ হরিন এর পিছু ছুটলো । এই শুযোগে খরগোসটাও পালালো । সিংহ হরিনকে ধরতে ব্যর্থ হলো, সিংহ ভাবলো যাকগা, আজ না হয় খরগোস টাকেই খাওয়া যাবে । এই ভেবে সংহ খরগোসের কাছে ফিরে এসে দেখলো খরগোসও উধাও । তখন সংহ মনে মনে বল্লো : ঠিক শিক্ষা হয়েছে আমার বেশির আশায় আমি যেমন বেশির আসায় ছুটেছিলাম । শিক্ষা : যা পাওয়া গেছে তাতে সন্তুষ্ট না থেকে যদি কেউ আরো বেশির আসায় ছোটে, তবে অনেক সময় তার হাতের জিনিসটাও হারাতে হয় । আমার মত : আমাদের সরকার এখন ঠিক এই অবস্থায় পড়েছে !!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.