আমাদের কথা খুঁজে নিন

   

হাতের রেখা



হাতের রেখা গুলোর দিকে তাকিয়ে আছি । এগুলো নাকি কথা বলতে জানে ! এগুলো ঝানে মানুষের ভবিষ্যতে কে আছে, কি আছে ! তাকিয়ে আছি, অপলকনয়নে চোখের সামনে দেখছি প্রশ্নের জবাব জ্যোতিষী বলে, 'রবির ক্ষেত্র সব কিছুর জন্য ভাল' যত ভাল ঐ তর্জনীর নীচে, যত অমঙ্গল ঐ মধ্যমা বরাবর তাকিয়ে রয়েছি কতগুলো এলোমেলো রেখার দিকে কনিষ্ঠার নিচ থেকে এক রেখা গিয়েছে তর্জনী বরাবর ! এর নাম নাকি হৃদ্য় রেখা ! দুই হাতের হৃদ্য় রেখা জোড়া লাগালে দেখা যায় চাঁদ তা্তে নাকি সুন্দর পাত্র-পাত্রী পাওয়া যায় ! রেখাটা গিয়েছে মধ্যমা বরাবর, আর তাতে র‌য়েছে অসংখ্য ডালপালা । জ্যোতিষী বলেছে, 'তোমার জীবলে কখনোই প্রেম আসবে না, মিছে আশা দেখিয়ে লাভ নেই, তুমি তো দিবে না কোন দক্ষিণা । তাকিয়ে আছি হাতের দিকে--- দেখছি কিছু হিজিবিজি সরলরেখা এগুলোই তো জ্যোতিষশাস্ত্রে 'হস্তরেখা' । ভবিষ্যৎ আমার বড়ই অন্ধকার এ রেখ গুলো থেকে কখনই হবে না পরিত্রাণ ভূত-ই বলুক, আর ভবিষ্যৎ বলুক, আরে ! বোকার হদ্দ, এগুলো না থাকলে হাত কেমন করে হবে মুষ্টিবদ্ধ? তাকিয়ে আছি হাতের দিকে--- হাত আমার মুষ্টিবদ্ধ, কিন্তু সেই হাতের মুঠোয় রয়েছে হতাশা প্যান্ডোরার বাক্স থেকে উড়ে গেছে সব রয়েছে যত অপূরণীয় আশা । হাতের রেখাগুলো আর দেখি না, তাতে নেই কোন ভরসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.