আমাদের কথা খুঁজে নিন

   

পোড়া প্রেমের কাব্য (কবিতা)

অবনীল বিকেলের আকাশ দেখে; পরিচিত এক ঝিলের উত্তর পাড়ে, যেখানে শ্রাবনী কোন এক প্রানহীন ক্ষণে বলেছিল-তার চাকরিটা নেই। সেই দিন দু’টো পাথর চোখে প্রেম গেল পুড়ে। অবনীল ক্লান্ত এখন; বুকে তার ভাষা নেই। শুনেছি বার্ধক্যের অসুখে মা পড়ে আছেন বিছানায়, ছোট ভাইটার পড়ার খরচ বন্ধ আছে। তবুও সমস্ত দিনের ব্যস্ততা শেষে শ্রাবনীকে দেখা যায় নির্ঘুম রাতে মুখোমুখি বসে থাকে হারানো স্মৃতির কাছে। অবনীল একুল ওকুল ভাবে, হাজার প্রশ্ন জাগে মনে, হয়ত সে ভাল নেই; কষ্টের প্রহর কাটে কোন এক নির্জনে। অথবা একটা অসমাপ্ত গল্পের শেষ রেখা টানে। ----- ০০০ -----

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।