আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে দেশ, হায়রে প্রতিভা। কি দিলি আর কি ই বা আশা করিস???? লজ্জায় মাথা নিচু হয়ে যায়, আমাদের এই প্রতিভাখোরদের কান্ড দেখলে.......

আজকে অফিসে যাওয়া জন্যে বাসা থেকে বের হতেই দেখি হকার আজকের পত্রিকা নিয়ে দাড়িয়ে আছে। তার কাছ থেকে একটা প্রথম আলো নিলাম। স্বভাবতই প্রথমে খোললাম খেলার পাতা। সেখানে একটি খবর দেখে আটকে উঠি। খবরটি হল বাংলাদেশের হকি দলের অন্যতম সেরা খেলোয়ার, গত চার আসরে ডিফেন্ডার হয়েও দুই বারের সর্বোচ্চ গোলদাতা মাহমুদুর রহমান চয়ন প্রিমিয়ার ডিভিশনের দল ছেড়ে যোগ দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে!!!!! আমার ব্যাক্তিগত কথা বলি, আমি জন্ম থেকেই ক্যান্টম্যান্ট এ বড় হয়েছি।

আর্মি, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাথে আমার গত ২৫ টি বছর কেটেছে। অথচ আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি কোনদিন আর্মি, বিমানবাহিনী ও নৌবাহিনীর চাকুরীর লাইনে দাড়াইনি। কারন তাদের লাইফস্টাইল ও চামচামি দেখে আমার এই চাকুরী করার ভক্তি হয়নি। আর আমাদের দেশের গর্ব, হকি দলের দলনেতা কিভাবে সেখানে টিকবেন সেটাই আশংকার কথা। নৌবাহিনীর দল ত প্রিমিয়ার ডিভিশন দুরে থাক, সার্ভিস টুর্নামেন্ট ও কয়েকটি নামকাওয়াস্তে খেলা ছাড়া কোন খেলাই খেলে না সাড়া বছর।

আপনারা যারা নিয়মিত খেলার খবর রাখেন, তারা জানেন, বাংলাদেশ আর্মি একজন বড় মাপের খেলোয়ার ছিল, নাম নাসির। শুধুমাত্র সার্ভিসের বাধাধরা নিয়মের কারনে তিনি জাতীয় দলে ঢাক পেয়েও খেলতে পারেন নি। একজন খেলোয়ারের জীবনে এর চাইতে বেদনা দায়ক ত্যাগ আর কি হতে পারে??? চয়ন বাংলাদেশে দলের একজন সম্পদ। তার মাপের খেলোয়াড় বাংলাদেশে খুব কমই আছে। কিন্তু তাকে কি আমাদের প্রিয় মাতৃভুমি প্রতি বছর নিয়মিত লীগ আয়োজনের গ্যারান্টি টুকু দিতে পারল না?? তাহলে কেন সে সব কিছু ছেড়ে শুধুমাত্র ভালবাসার কারনে হকি খেলবে?? তাকে যদি আমরা এই গ্যারান্টি টুকু দিতে না পারি, তাহলে আমরা তার কাছে কি আশা করতে পারি??? তার দেখানো কারনটি কি আমরা যুক্তি দিয়ে খন্ডাতে পারব?? আমাদের ফেডারেশন কি বসে বসে আঙ্গুল চুষবে আজীবন?? এই ফেডারেশন ত খেলোড়ারদের না, এটি প্রতিভা খোরদের সংগঠন!!! হায়রে দেশ।

হায়রে আমাদের ভবিষ্যৎ। অবশেষে চয়নকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আপনার সিদ্ধান্তের কথাটা আরেকটু ভেবে দেখেন। আমি নিশ্চিত, আপনি সেখানে ভাল থাকবেন না। আসুন সবাই মিলে আমরা এই প্রতিভাদের রক্ষা করি। আর এই প্রতিভাখোর দেরকে প্রতিহত করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.