আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে সাবমেরিনকেবল হায়রে আমার ইন্টারনেট(সাবমেরিন কেবলের জন্য কয়েকছত্র এলিজি)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ইন্টারনেট কানেকশন নিয়ে বিড়ম্বনার শিকার হননি এমন বাঙালি কমই আছে, যারা এই প্রযুক্তি ব্যবহার করেন । সেইসব বিড়ম্বনার অনেকগুলোর আবার কোন মাথা মুন্ডু নেই । একসময় যখন ডায়াল আপ কানেকশন ব্যবহার করতাম তখন বেজায় খাতির রাখতে হতো আমার টেলিফোনের রাইনম্যানের সাথে প্রায় ৬০ এর কাছাকাছি একজন ধবধবে সাদা দাড়িওয়ালা ছিল লাইনম্যান ।

তার রুটনি কাজ হলো সপ্তাহে ১৫ দিনে একবার করে আমার সাথে দেখা করে যাওয়া, যেন পরম বন্ধু । এসে খোজ নিচ্ছেন আঙ্কেল লাইনে কোন সমস্যা নাই তো ?? মানেটা বুঝতে একটু সময় লেগেছিল । এরপর যদি প্রতি সাক্ষাতে তার চা-বিড়ির পয়সা না জুটত তাহলেই বিপদ!! ডায়াল আপ লাইন... আর লাইনম্যানের কি তামাশা ২ মিনিট পর পরই ডিসকানেক্ট..... এখন বুঝুন অবস্থা ?? আঙ্কেল এর উপর গোস্যা কইরা নিলাম আনলিমিটেড লাইন, কতবার ডিসকানেক্টেড হবি হ... কিন্তু পরের মাসেই বুঝলাম খবর আছে এবার টেলিফোনের বিল সামলানো দায়, প্রতিবার ডিসকানেক্ট তারপর আবার কানেক্টেড মানে গেল একটা কলের বিল ... উপায় না দেখে আবার আঙ্কেল এর প্রায় পায়ে পড়া.. সমস্যা নাই যদি আঙ্কেল ঠিক থাকে কিন্তু আমারে বেকায়দা ফেলে আঙ্কেল এর চার্য গেল বেড়ে... সেই বুইড়া হারামীর উপর রাগ করেই ব্রডব্যাণ্ড এর লাইন আসার প্রথম দিকেই অনেক টাকা ধারকর্য করে নিয়েছিরাম ব্রডব্যাণ্ড এর লাইন । তারপরও কত তেলেসমাতি । সেই গল্প মেলা বড় ।

এখন ব্রডব্যাণ্ড কানেকশন ব্যবহার করি । কিন্তু ক'দিন পর পরই যায় তার ছিড়ে নয়তো এই সমস্যা ওই সমস্যা .. কত কি?? যখন সাবমেরিন কেবল এলো তখন তো কত স্বপ্ন বুকে.. মুভি দেখব... ব্যাপার না ... হায়রে আমার সাবমেরিন কেবল সেই কেবল আসার পর অনেক জোরজবরদস্তি করে সবচেয়ে বেশি দামের লাইন (আমার প্রোভাইডারের) ব্যবহার করেও পাই ৮-৯ কে । যদিও অন্তত ১২ কে আমার প্রাপ্য । সেই ৮-৯ কে যদি থাকত তবে কোন কথা ছিল না .. এইতো এতোক্ষন পাইলাম ১ কে... আজ কোন সমস্যা নাকি লাইনে এই ১-২ কে দেখতে যখন বিরক্ত ফায়রফক্সের একটা ডাউনলোড দিব দিব করছি হঠাৎ দেখি ৭৬২ কে, ৫০৮, সবশেষে ১৪২ পেলাম অনেকক্ষণ । সেই স্পিডই আমায় সাবমেরিন কেবলের জন্য এলিজি লেখার অনুপ্রাণিত করল ।

তবে ব্যাপার না সেটা বোধহয় ছিল দুঃস্বপ্ন । এখন ঠিক এই মুহুর্তে পাচ্ছি .৬ কে । হায়রে সাবমেরিন কেবল । হায়রে ইন্টারন্টে এই বারো বছরেও যেন সেই একই জায়গা পার্থক্য এতোটুকু যে চার্য সামান্য কমেছে । আর গতি সেই আগের গতিই ।

এই ছবিটা হলো কক্সবাজারে সাবমেরিন কেবল এর ল্যান্ডিং স্টেশন এর । এবারের কক্সবাজার যাবার পর দেখলাম । আর এর সামনে পেলাম সাবমেরিন কেবল না কাটার জন্য আহবান !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.