আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে মানুষ...হায়রে ষ্টেশন ম্যানেজার...হায়রে বাংগালী...

.... !!!

মাএ ৪ দিন আগের ঘটনা...রাত ১১.৩৫ আমি আর ২ জন সহপাঠী মিলে আড্ডা দিচ্ছিলাম... এমন সময় এক জুনিয়র ফোন করে জানালো ভাইয়া, আপনার রুমে আসেন কারন আমাদের এক ভাইয়ার আম্মা মারা গেছেন (ইন্নালিল্লাহ...) । যার আম্মা মারা গেছে সে আবার আমার রুমে মেট...তাই খুব দ্রুত রুমে চলে এলাম...প্রচন্ড মন খারাপ হলো আমার বন্দ্বর জন্য...আর ২ মাস পরে ওর দেশে যাবার কথা ছিলো... ও বললো, আমি এখন দেশে যেতে চাই...গভীর রাত...টিকেট কিভাবে ম্যানেজ করবো একটু হিমশিম খেলাম... পরে এক আপু কে ফোন করে জানলাম আজ সকালে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট আছে...তারপরে ওকে নিয়ে সরাসরি বিমানবন্দরে...কাউন্টরে খোজ নিয়ে কনফাম হলাম, সকাল সাড়ে ৭ টায় ফ্লাইট, আর ষ্টেশন ম্যানেজার আসবেন সকাল ৫ টায়... কি আর করার? অপেক্ষা করতে লাগলাম... ঠিক ৫ টায় গিয়ে ষ্টেশন ম্যানেজার কে বিস্তারিত বললাম...উনি বললেন, আমরা তো টিকটে বেচী না... আমি বললাম, সেটা তো বুঝলাম...আপনার কাছে কি ইমারজেন্সী কোন টিকেট থকে না...???অনেকক্ষন পরে উনি বললেন, আপনারা ছাএ মানুষ...আমি একটা টিকেটের ব্যবস্হা করতে পারি কিন্তু আমি শিওর না যে টিকেট পাবোই..."আই ক্যান ট্রাই ফর ইও"...আমি বললাম ওকে আপনি ট্রাই করেন...সাথে সাথেই বললেন, বাইরে এক ছেলে আছে (ওকে ফোন করলে ও এসে টিকেট দিয়ে যাবে, ৪০ মিনিট লাগবে), ওর কাছে মাঝে মাঝে টিকেট থাকে কিন্তূ আপনাকে টিকেটের যা দাম তার চেয়ে প্রায় ৮০০০ টাকা বেশী দিতে হবে...অনেক কষ্টে ৬০০০ টাকা বেশী দিবো বলে রাজী করালাম... কিছুক্ষন পরে পাসপোট আর টাকা ষ্টেশন ম্যানেজার কে দিলাম...৫ মিনিট পরে এসে ষ্টেশন ম্যানেজার আমাকে বলে, টিকেট কিন্তু আমি এখন ইস্যু করবো...পরে বলতে পারবেন না যে আমি যাবো না... আমি সাথে সাথেই বললাম, আমি তো আপনাকে পুরো টাকাই দিয়ে দিয়েছি... কিছু বুঝার আগেই উনি একটু থতমতো খেল... ৫ মিনিট পরে এসে উনি টিকেট দিয়ে গেল... (উনি যে কিভাবে মিথ্যা কথা আমাদের কে বলেছিলেন এখনও ভাবলে অবাক হই)... আমার বন্দ্বর সাথে যে লাগেজ ছিলো, সেটা হাত ব্যাগ হিসাবে ক্যারি করা যাবে না, সাইজে একটু বড় ছিলো...যদিও ভিতরে মোবাইলের চাজার , একটা সাট আর একটা প্যান্ট ছাড়া কিছুই ছিলো না...যদি ওর লাগেজ বুকিং দেই তাহলে এয়ার পোটে একটু দেরী হবে...তাই যে কোন ধরনের একটা ব্যাগ খুজতে লাগলাম...আমাদের এক বাংলাদেশী দেখলাম উনার একটা প্লাষ্টিকের ব্যাগ ডাস্টবিনে ফেলানোর জন্য এগিয়ে যাচ্ছে...উনাকে বলার পর উনি ব্যাগটা আমাদের দিয়ে দিলেন এবং এগিয়ে এলেন (সবকিছু শুনলেন)... উনি দেখলেন আমার বন্দ্বর সাথে কোন মালামাল নেই তাই বললেন, ভাই আমার কিছু মাল বেশী হইছে আপনি যদি একটু নিতেন...এমনিতেই মন খারাপ...পরে বললাম, সরি ভাই...ও নিতে পারবে না... ২ মিনিট পরে এসে বললো আমার ব্যাগ টি দেন...দিয়ে দিলাম...আর ভাবলাম, হায়রে মানুষ...হায়রে ষ্টেশন ম্যানেজার...হায়রে বাংগালী...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.