আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে রাজনীতি!!হায়রে ক্ষমতা!!!তুমি কতো বিচিত্র!!!!!!

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... হায়রে রাজনীতি!!হায়রে ক্ষমতা!!!তুমি কতো বিচিত্র!!!তুমি কতো সুখের!! আন্দোলনকারী এক ছাত্র পুলিশী হামলা ছাত্রলীগের হামলা ছাত্রলীগ কালকে পুলিশের সাথে এক হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ে আন্দোলনকারী ছাত্রদের প্রেসক্লাবের সামনে পিটালো। কেন এবং কে তাদের এই সাহস দিয়েছে? আজ আবার দেখলাম ছাত্রলীগ আন্দোলনের পক্ষে একটি ব্যানার বানিয়ে আন্দোলনকারী ছাত্র ও ছাত্রীদেরকে ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন করার জন্য চাপ দিচ্ছে। কি সমীকরণ করতে চায় ছাত্রলীগ?কি মনে করে এরা নিজেদের? গতকাল যাদের তারা পিটালো আজকে আবার তাদেরকে নিয়ে আন্দোলন করতে চায়।আসলে সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি আদায়ের আন্দোলনকে তারা কৌশলে বাধা ও ভোঁতা করতে চাইছে। ইদানীং দেখছি পুলিশের সাথে এক হয়ে ছাত্রলীগ, যুবলীগ যে কোন আন্দোলনকারী বা হরতালকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কেন? তারা সরকারী দলের সহযোগী সংগঠন বলেই কি এই লাইসেন্স? আমাদের সরকার দলের নীতি নির্ধারকরা হয়তো ড্রইং রুমে বসে এগুলি দেখে তৃপ্তি ঢেঁকুর তুলেন নয়তো শিক্ষার্থীদের কোমর ভেংগে দিতে ব্যাপক মজা পান কারণ তাদের সন্তানদেরতো আর সরকারী বা এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করান না। হায়!! কোথায় চলছে আমাদের দেশ ও দেশের ছাত্র রাজনীতি এবং কি এর ভবিষৎ? হে আল্লাহ্ পাক আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.