আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট শহর , ছোট্ট দাবী - বড় ভরসা ।

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা খবরে বা পত্রিকায় যেভাবে লেখা হয় যে খুব বেশি সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন , আসলে অনেক অনেক বেশি সমস্যা নেই নারায়ণগঞ্জে । আবার একেবারেই যে সমস্যা নেই তেমনটাও নয় । বলতে গেলে ছোট একটা শান্তিময় জায়গা এই শহরটা । আজকের বাংলাদেশের যে বেহাল দশা , তাতে সামান্যতম শান্তি পেলেও মানুষ নিজেকে ধন্য মনে করে । নারায়ণগঞ্জে সমস্যা অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম ।

কিন্তু সমস্যা , অসুবিধা যেগুলো আছে সেগুলো তো নিরসন করতে হবে আগে । তারপর অন্য কথা। বিদ্যুৎ সমস্যা অন্যান্য জায়গার থেকে এখানে কিঞ্চিৎ ভাল । গ্যাস সরবরাহ ঐ আগের মতই আছে । সবাই অভ্যস্ত হয়ে গেছে এখন ।

ভোররাতে উঠে অনেকেই রেঁধে রাখেন । তারমানে এখানে গ্যাসের সমস্যা আছে । পানির সমস্যা সব এলাকায় না থাকলেও নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা খুবি কষ্টে থাকে পানির সঠিক সরবরাহ না পেয়ে । গত বুধবার ( ১১ই এপ্রিল) সিটি কর্পোরেশন মেয়রের কাছে নারায়ণগঞ্জ উন্নয়নের দাবিস্বরূপ ৪৩ দফা সুপারিশ করেছে শহরের নাগরিক সমিতি । যেটার অনেকগুলো দাবিই আমার কাছে বাহুল্য ছাড়া আর কিছুই মনে হয়নি ! উপরের সমস্যাগুলো রেখে ওনারা এমন কিছু দাবি করে বসে আছে যেটা হাস্যকর ।

৪৩ দফায় ঐ সমস্যাগুলো নিরসনের কথা বলা আছে কিনা জানি না । আর পত্রিকায়ও উপরের তিনটি সমস্যার শুধু পানিয় জল আর চাষাড়া পুলিশফাঁড়ির অংশ প্রশস্ত করে যানজট নিরসন সম্পর্কে বলা হয়েছে । সূত্র – View this link সবচেয়ে বড় সমস্যার কথাটা না পেয়ে আমি হতাশ হয়েছিলাম যেটা পেলাম আজকের পত্রিকায় । সেটা হল : ঢাকা – নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের অসমাপ্ত সংস্করণ কাজ । সূত্র - View this link শহরের শিবু মার্কেট এলাকা থেকে চাষাড়া এলাকায় ঢুকতে বেশি হলে ৫ মিনিট লাগে ।

কিন্তু এই ভাঙা রাস্তা আর বৃষ্টির ফলে সৃষ্ট খানাখন্দের জন্য এখানেই আধা ঘণ্টা কেটে যায় ! আমরা বাসে বসেই রোলার কোস্টারের আনন্দ ( !! ) নেই । ঝাঁকুনির চোটে খাবার এমনিতেই হজম হয়ে যায় । খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আছে লিঙ্ক রোডে । বিশ্বকাপ উপলক্ষে রাস্তা ঠিক করার উদ্যোগ নেয়া হয়েছিল । কিন্তু ঢাকা থেকে স্টেডিয়াম এর সামনের রাস্তা ঠিক করে বাকিটুকু বেওয়ারিশ লাশের মত ফেলে রাখা হয়েছে এখনও পর্যন্ত ! সেই লাশ এখন গন্ধ ছড়াচ্ছে ! যাতায়াত সময় বেঁচে গেলে আমাদের যে অনেক বড় একটা সমস্যার সমাধান হয় সেটা বলাই বাহুল্য ।

আর সেই জায়গায় নাগরিক কমিটি পর্যটনকেন্দ্র , সুইমিংপুল , পার্ক , অতিথিশালা – এসব দাবি করলেই কি পূরণ হবে বলে ওনারা মনে করেন ? যেখানে রাস্তাই ঠিক হচ্ছে না সেখানে এসব দাবি গরিবের ঘোড়ারোগের মতই দেখায় ! আমি শুধু বলতে চাই – এখানাকার মানুষ সাধারণ জীবন যাপন করে চায় । অসাধারণ নয় আবার সাধারণের নিচেও নয় । পানি- গ্যাস সরবরাহ , রাস্তা উন্নয়ন – আপাতত এটুকু হলেই এই সাধারণ জীবনযাপন আরও প্রশস্ত হবে । নারায়ণগঞ্জবাসীরা বেশি কিছু চায় না । যে সমস্যা খোলা চোখে দেখা যাচ্ছে সেগুলো মিটিয়ে দিলেই অবস্থার উন্নতি এমনিই হয়ে যাবে ।

সেলিনা হায়াৎ আইভি কে অনেক ভরসা নিয়ে সবাই নির্বাচিত করেছেন । সেই ভরসার ফলাফল দেখার সময় এখন । সবাই এখনও বিশ্বাস করে দেশের সামগ্রিক রাজনীতির ছোঁয়াচ রোগ এখনও ওনাকে স্পর্শ করেনি। কথাগুলো শান্তিপ্রিয় নারায়ঙ্গঞ্জবাসীর । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.