আমাদের কথা খুঁজে নিন

   

মানিক মিয়া এভিনিউর আলপনা ও ব্রাজিলের সাম্বা কার্নিভাল

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। বাংলা নতুন বছরকে স্বাগত জনাতে মানিক মিয়া এভিনিউতে আঁকা হবে বিশ্বের সবচেয়ে বড় আলপনা। গিনেস বুকের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। ভাবতেই কেমন জানি উৎসব উৎসব লাগছে। কতবারই না টিভিতে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা কার্নিভাল দেখেছি আর অবাক হয়েছি।

কতো অপূর্ব সাজ, রঙের ছড়াছড়ি আর লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় সেই কার্নিভালের। এবার হইত তেমন কিছু দেখতে চলেছি নিজের দেশেই। মানিক মিয়া এভিনিউর এমাথা থেকে অমাথা পর্যন্ত ডেকে যাবে বাহারি রঙের ছটাই। দেশের শীর্ষস্থানীয় আঁকিয়েদের তত্ত্বাবধানে শত শত আঁকিয়ের অংশগ্রহন থাকবে এতে। স্পন্সর করছে প্রথম আলো এবং এয়ারটেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।