আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগাররা কি আইনের উরধে???

বিশেষ কিছু বলার নাই তবে এটুক বলার আছে খালি খিদা লাগে এমন কি খাইলেও খিদা লাগে :( দুঃখিত আমি ওইসব ইসলাম অবমাননা কারি নাস্তিক ব্লগারদের জন্য সুশিলতা দেখাইতে পারলাম না। খুব কমন একটা প্রশ্ন আসে অনেকের মুখ থেকেই। যেমন,ধর্ম কি এতই ঠুনকো যে কেও কিছু লিখলেই তাতে ধর্ম অবমাননা হয়ে যাবে??? ধরুন আমি আপনার মা অথবা বোন কে নিয়ে গালি দিলাম লিখলাম তুই খা*** পোলা। এখন এই কথা বলাতে সত্যিই কি আপনার মা অথবা বোন ওই ধরনের কিছু হয়ে গেলো? উহু কখনোই তা নয় বরং আপনার মা বা বোন আপনার কাছে যে সম্মানের স্থানে ছিল এখনো সেই স্থানেই রয়েছে তাই বলে কি আপনি তাদের ছেরে দিবেন? তা ত ভাই দিবেন না বরং উলটো সামনে পেলে কলার ধরে দুই চারটা বন মেরে বলবেন কি বললি তুই??ধর্মের ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম ই। আপনি আজে বাজে কিছু লিখলেই তাতে আমার ধর্ম খারাপ হয়ে যাবে তা নয় তবে এই ধর্মকে যারা হৃদয়ে স্থান দিয়েছেন তারা তো ঠিক ই কষ্ট পেয়েছেন।

কোন মানুষ ই আইনের উরধে নন। স্বয়ং দেশের রাষ্ট্র প্রধান ও আইনের উরধে নন আর সেখানে একজন ব্লগার কিভাবে আইনের বাহিরে থাকেন??তার জন্য কি কোন আইন থাকবেনা??? আজ একজন ব্লগার নিখোঁজ হলেই সবার আগে উঠে আসে তিনি গনজাগরন মঞ্চের সাথে সক্রিয় কর্মী ছিলেন। এবং এই গনজাগরন নিয়ে তেনা পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দাবি তুলেন তাদের মুক্তি,সরকার জামাত শিবিরের বিরুদ্ধে লেখনীদের গ্রেপ্তার করছেন বলে মুখ দিয়ে ফেনা বের করছেন আপনারা। অথচ আড়াল করে যাচ্ছেন তাদের গ্রেপ্তারের মুল কারন কি!!!গনজাগরনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি আমি ছিলাম। তাই বলে আমি কোন ধর্ম বিদ্বেষী নাস্তিকের পক্ষে সাফাই গাইতে পারিনা।

এখন প্রশ্ন আসছে মন্দির ভাঙ্গা হচ্ছে তাদের কয়জঙ্কে ধরা হয়েছে?আমিও ঠিক একই প্রশ্ন সরকারের কাছে করছি,কয়জন অপরাধিদের আপনারা ধরতে পেরেছেন?আমরা সাধারন মুসলিম কখনোই চাইনা কোন সম্প্রদায়ের উপর হামলা হোক। আমরা চাইনা এ দেশে ভারত অথবা মিয়ান্মারের মতো সাম্প্রদায়িক দাঙ্গা হোক। বরং এসবের সাথে জারা জড়িত তাদের উপযুক্ত বিচার আমরা চাই। সরকারের উচিত এদের অবিলম্বে গ্রেপ্তার করা নতুবা সবাই সুযোগ পেয়ে যাবে আর বলবে এক চেটিয়া বিচার বেবস্থা। যারা বাক স্বাধীনতা বলে বলে ফেবুতে স্ট্যাটাস দিয়ে ভরিয়ে ফেলছেন তাদের বলছি বাক স্বাধীনতা মানে কখনোই অন্নের ধর্ম অনুভূতিকে আঘাত করা নয়।

আজ আপনারা কথার সাথে জুড়ে দেন ওনারা মসজিদ মন্দির না ভেঙ্গেও আসামি। তাহলে আপনার মনে হয় এই প্রবাদ বাক্য টা পরেন নি, কথায় আছে অসির চেয়ে মসির শক্তি বেশি। যদিও আজ সেই মসি আমাদের কিবোর্ডেই বেশি প্রাধান্য পাচ্ছে। আজ যেই সব ব্লগ সাইট গুলো ব্লাক আউট পালন করছেন তারাই তো ওই সব ধর্ম বিদ্বেষী নাস্তিকদের নিরপদ স্থান ও প্রশ্রয়দাতা। এই আসিফ সাহেব থেকে শুরু করে অনেক নাস্তিক ব্লগার রা ধর্ম নিয়ে কটূক্তি করেছেন এই সামু ব্লগেও।

সেই সামু আজ ব্লাক আউট পালন করছেনা। বরং অনেক ধর্ম বিদ্বেষী ব্লগারদের একাউনট রিমুভ দিয়েছে। সামুর এই অবস্থান থেকে স্পষ্টতই বোঝা যায় তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু বাক স্বাধীনতার নামে যা খুশি তাই করা যাবেনা। আমি সামুকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবারও বলছি কে আস্তিক কে নাস্তিক তার আগে বড় পরিচয় সে মানুষ।

তবে সমস্যা টা ঠিক তখন হয় যখন অতি উৎসাহী কিছু নাস্তিক ধর্ম নিয়ে তামাশা করে। আপনি তামাশা বন্ধ করুন তাহলে আমাদেরও আর প্রয়োজন পরবেনা আপনাদের নিয়ে কথা বলার। আপনি থাকুন আপনার মতো তাতে আমার কি?কিন্তু আমার বারা ভাতে ছাই দিলে তার কিছু প্রতিদান তো আজ হোক কাল হোক আপনাকে পেতেই হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.