আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগাররা কখন বেশী মনে কষ্ট পায় ??;

ব্লগীং করতে গিয়ে অনেক সময় ব্লগাররা মনে কষ্ট পায় । আমাদের মনোকষ্টের কয়েকটা কারন আমি মনে করি , একজন ব্লগার মনে কষ্ট পায় যখন - (১) একটা পোষ্ট কষ্ট করে পড়ে মন্তব্য দেওয়ার পর যখন দেখে পোষ্টদাতা কোন জবাব দেননি , তখন একজন ব্লগারের মনে কষ্ট লাগে । (২) যখন অনেক ব্লগার পোষ্টে প্রশংসা করে মন্তব্য দেয় অতচ একটা পিলাচ ও কেউ দেয়না তখন ও মনে কষ্ট লাগে । (৩) পোষ্টের ভালমন্দ মন্তব্য না করে চুপি চুপি মাইনাচ দিয়ে গেলে ও ব্লগারের মনে কষ্ট লাগে । মাইনাচ দাতাদের উচিত কারন উল্লেখ করে মাইনাচ দেয়া । (৪) অনেক সময় দেখা যায় , কিছু ব্লগার পোষ্টে ঢুকে আজাইরা প্যাচাল পেড়ে অনাকাঙ্খিত তর্কে জড়িয়ে পড়েন । শালিনতার মাঝে ও তর্ক-বিতর্ক করা যায় যা ব্লগারদের মানসিক চাপ বৃদ্ধি করবে না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.