আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণের চউক্ষে ব্লগাররা

মানুষ আমি আমার কেন পাখির মত মন...........। বেশ কয়দিন ধইরা নেটে খুব বেশি ঘুরপাক খাইতাসি বিভিন্ন কারণে। ঘুরপাক খাইতে খাইতে একটা ইস্যু (!) তে চোখ আটকায়া যায়া, এখন মাথা ঘুরপাক খাইতাসে। আর ইস্যুটা হইলো, সাধারণের চউক্ষে ব্লগাররা। (সাধারণ কইতে নন-ব্লগার বুঝাইসি, অন্য দিকে টাইনেন না) ব্লগ লেখা এক এক জনের কাসে এক এক রকম; এইটা একটা উন্মুক্ত ডিজিটাল ডায়েরি।

যার যেমুন মুন চায়, লেইখা যায়। কিন্তু কিসু "ইয়ো ইয়ো" টাইপ পুলাপাইন ব্লগাররে আবাল, আতেল কইয়া যাইতাসে। মাঝে মইধ্যে এইগুলার Ultra-Violet মার্কা কথা শুনলে ধইরা চাবকাইতে মুঞ্চায়। কিসুদিন আগে দেখলাম, ফেসবুকের বড়সড় একটা ফ্যান পেজ স্ট্যাটাস মাইরা ব্লগারগরে ওই পেজ থেইকা বাইর হইয়া যাইতে কইল। কয়েকজন মিলা হেডমগিরি দেখানোর পড়ে, ওই স্ট্যাটাস পরে কাইটা দিসিল।

এখনও এমন অনেকেই আসে, ব্লগিং সম্পর্কে ধারণা দিতে গেলে বাঁচাল মনে করে অথবা কোন ব্লগের একটা ভালো পুষ্টের (সম-সাময়িক ঘটনা ছাড়া) লিঙ্ক শেয়ার করলে বেশি পণ্ডিত মনে করে। কিন্তু দুসটা আমার কুন জায়গায় ওইটা খুইজা পাই না। এই লইয়া কান্দিও না, রাগিও না। খালি কইতে চাই, যারা ব্লগ সম্পর্কে বুঝনা আর ব্লগার সম্পর্কে ধারণা রাখনা, তারা ব্লগারগরে কিসু কইতে আইস না। কিসু যদি কও, তাইলে কইলাম তোমাগরে ুন্দানি দেওয়ার মত জায়গার অভাব নাই।

তখন আবার ব্যথার চোটে ভাতার খুইজা এক লগে ব্লগারের গু চটকানো শুরু কইরনা। যত্তসব ফাউলের দল! পুনশ্চঃ অনেকেই কইতে পারেন, এদের প্রতি কর্ণপাত না করতে। কিন্তু ভাই, পাগলা কুত্তা রাস্তায় ছাইড়া রাখা নিরাপদ নহে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.