আমাদের কথা খুঁজে নিন

   

একজন সাকিব আল হাসান ভার্সেস কেকেআর এন্ড পুরা ইন্ডিয়া!!!

#যদি সাকিব আল হাসান একজন ইন্ডিয়ার ক্রিকেটার হতেন, তাহলে আইপিএল এর সবচেয়ে দামী ক্রিকেটার হতেন ( গাম্ভীর/ইউসুফ পাঠানদের চেয়ে তার নিলাম ভ্যালু অনেক বেশী হতো তাতে কোন সন্দেহ নেই ), শচীনের পরেই যাকে নিয়ে উম্মাদনা ছড়াতো সে হতো সাকিব, হয়তো বিভিন্ন পাড়া মহল্লায় সাকিবের নামে পুজা অর্চনাও চলতো। # যদি সাকিব অষ্ট্রেলিয়া/সাউথ আফ্রিকা/ইংল্যান্ড/নিউজিল্যান্ড দলের কেউ হতেন, তবে তাকে দলে নেয়ার জন্য আইপিএল এর সবকটি দল ঝাঁপিয়ে পরতো, এবং যে দল তাকে পেতো সে সেই দলের ক্যাপ্টেন হতেন। অথচ অবিশ্বাস্য হলেও গত কয়েকদিনে আমরা একটা জিনিস বেশ ভালো ভাবেই বুঝতে পেরেছি যে শুধুমাত্র বাংলাদেশী ক্রিকেটার বলেই তাকে বাদ দিয়ে একাদশ সাজানো হয়, যদিও আজকের ম্যাচে তাকে খেলানো হলো, সেটা অনেকটা না খেলানোর মতোই! ১৭-১৮ বল বাকী থাকতে ৭ নাম্বারে ব্যাটিং এবং ৬ নাম্বার বোলার হিসবে ১৫ ওভারের পর ৩ ওভার বল করতে দেয়া!!! হ্যা, সাকিব এই ৩ ওভারেই ২ উইকেট নিয়েছে, তবে সেটাতে দলের ক্যাপ্টেন খুশি হওয়ার চেয়ে অখুশিই বেশী হয়েছে বলে মনে হচ্ছে। যদি সাকিবকে নিয়মিত ৪/৫ নাম্বারে ব্যাটিং এবং ৩/৪ নাম্বার বোলার হিসেবে খেলানো হতো, তাহলে সে ক্যালিসের মতো বড় মাপের খেলোয়াড়কে যে অনায়াসেই পেছনে ফেলে দিবে সেটা আমরা যেমন জানি, তেমনি পুরা কেকেআর ম্যানেজম্যান্ট/অধিয়ানকও সবাই জানে! তাহলে কেন সেটা করা হচ্ছেনা? আমার কাছে এর মূল কারন যেটা মনে হয় সেটা যতটা না ক্রিকেটীয় , তারচেয়েও বেশী বাণিজ্যিক এবং বাংলাদেশকে হেয় করার হীন মানসিকতা টাই প্রকট বলে মনে হচ্ছে। সাকিব নিয়মিত তার রাইট পজিশনে ব্যাট এবং বোলিং করার সুযোগ পেলে হয়তো আইপিএল এর ম্যান অব দ্যা টূর্নামেন্ট হয়ে যাওয়ার একটা চান্স তৈরী হয়ে যেতো ( বিপিএল এবং এশিয়া কাপকে মাথায় রাখুন) , এট লিস্ট কেকেআর এর সেরা পারফরমার হতো সেটা নিশ্চিত। ফলাফল বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানীর সাথে বিভিন্ন মোটা অংকের চুক্তি, কেকেআর এ আধিপত্য প্রতিষ্ঠা! তাহলে ইন্ডিয়ানদের বিরাট লস । টাকা এবং সম্মান দুইটাই কোন বাংলাদেশীর হাতে চলে যাবে সেটা কোন দাদাই মেনে এবং মনে নিতে পারেনা এবং পারছেও না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.