আমাদের কথা খুঁজে নিন

   

অদেখা রং গুলি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! অদেখা রং গুলি অনেক শুধানোর পর তুমি চেয়েছিলে কাঁচের চুড়ি টকটকে লাল বলেছিলে শোনাবে আমায় কাঁচের চুড়ির টুংটাং কাব্য নিঝুম নীল খালি পায়ে পথে হেটে হেটে এখনো ঘুরি আমি উদাসী হলুদ গভীর রাতে তোমায় খুজে বেড়াই এদিক ওদিক স্তব্ধ কালো অবশেষে খালি পড়ে থাকে আমার কবিতার পাতা শুভ্র সাদা এখনো দেখা হয়নি টকটকে লাল,নিঝুম নীল,উদাশী হলুদ,আর সাদা শুভ্রকে আমি শুধু দেখতে পাই সব রঙ এর ভৌতিক মিসেল অশুদ্ধ,স্তব্ধ কালো  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।