আমাদের কথা খুঁজে নিন

   

অদেখা স্বর্গ

আমি এক ডানা মেলে উড়ে বেড়ানো পাখি এই ঘরে ফেরা নিজেকে ফিরে দেখা আয়নাতে কার মায়া আঁধারের আলো ছায়া আমার সাথে চলে তোমাকে নিয়ে একা অজানা যে আকাশে ওড়ে অদেখা কোন স্বর্গ আমার না পাওয়া তবু পথ দেখায় আশাতে হতাশা ভোলায় যতবার জন্মেছি তোমারই আশাতে ততবার আবার এই ফিরে চলা দুর থেকে দেখা আমার এ ভালোবাসা অজানা যে আকাশে ওড়ে অদেখা কোন স্বর্গ আমার না পাওয়া তবু পথ দেখায় আশাতে হতাশা ভোলায় আমার ঘৃনা তোমাকে পোড়াবে না দেখাবে স্বপ্ন আমার দুঃখ তোমার আকাশে মেঘ হয়ে কাঁদাবে না আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত যত কষ্টের স্মৃতি তোমার জন্য বাঁচতে শেখাবে মৃত্যু হয়ে ছোঁবে না কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন অচেনা ছোঁয়ায় অজানা যে আকাশে ওড়ে অদেখা কোন স্বর্গ আমার না পাওয়া তবু পথ দেখায় আশাতে হতাশা ভোলায় ——————– আর্টসেল এ্যালবাম – ছাড়পত্র

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।