আমাদের কথা খুঁজে নিন

   

অদেখা স্বপ্ন

"There are too many people, and too few human beings." - Robert Zend

কষ্ট পেয়েছো খুব? চলো স্বপ্নে দেই ডুব, হাতটা আছে পাশেই ধরতে পার অনায়াসেই। জোছনা জলে মাখা ভিজে বাতাস ঠাসা ওই গোল ঘুপচি ঘরে- চলো লুকাই তাড়া কোরে! অন্ধকারটা জবর! পাবেনা কেউ খবর, আসতে পার কাছে ওই দোরটা বন্ধ আছে। ঝিঁঝিঁ পোকার ডাকে আলতো জোনাক আলো, করবে ঝিকিমিকি তারাগুলোর মতো। থাকবে তুমি পাশে আর আধো জোছনা আলো, আলতো তোমার পরশ, যেন স্বপ্ন ছুঁয়ে গেল। মিহি বাতাস পাশে, তোমার গায়ের গন্ধ আসে, যেন ঘোর লাগা এক স্বপন, আমার স্বপ্ন চোখে বাজে। এ যে স্বপ্ন সমান চূড়া, যেন দিচ্ছে আমায় পীড়া, শুধু ভাঙছে অহরহ আমার লাজ চক্ষ্এর হিয়া!! ওগো এসোনা আর কাছে, হৃদয় ভাঙছে ভয়ে লাজে। আমার বাঁধ ভাঙা সব প্রাচীর, যেন ভাসছে স্রোতের ভাঁজে। কেনো এমন করে বলো, কেনো আমায় কাতর করো, যেন সপ্ত দুয়ার ঠেলে, কাছে ডাকছো আমায় আরো। যদি সত্যি হতো এমন, ঠিক স্বপ্নটারই মতন, যেন ঘোর লাগা এক সাঁঝে তুমিই আমার সবচে আপন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।