আমাদের কথা খুঁজে নিন

   

একজন কৃতি সন্তানের মৃত্যু ।

০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট হাসপাতালে মারা গেছেন। রোববার দুপুর সাড়ে ১২টায় আউশনারা ইউনিয়নের মহিষমারা গ্রামে একটি ধানক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। এর দুই আরোহীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর সেখানে পাইলট অফিসার শরীফ মারা যান বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানিয়েছেন। আহত স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি প্যারাসুটে নেমে আসেন বলে গ্রামবাসী জানায়। ঘটনাস্থলে বিমান বাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত কর্মকর্তা জানান, পরে বিস্তারিত জানানো হবে। বিমানটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বলে কর্মকর্তারা জানান। ০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.