আমাদের কথা খুঁজে নিন

   

মহাত্মা গান্ধী কবে জাতির পিতা হলেন?????

:( এখনো ওয়াচে ভারতের লক্ষেৗ শহরের ১০ বছরের ছোট্ট শিশু ঐশ্বরিয়া পারশার। প্রাথমিক বিদ্যালয়ে পড়ে সে। ভালোবাসে বীজগণিতে সমস্যার সমাধান মেলাতে আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে স্বাধীনতাসংগ্রামের ইতিহাস পড়তে। এই ইতিহাস নাড়াচাড়া করতে করতে তার মনে একটি ছোট্ট প্রশ্ন আসে, কিন্তু সে প্রশ্নের জবাব দিতে পারেন না তার শিক্ষক বা অভিভাবকেরা। কী আর করা, দেশের প্রধানমন্ত্রীকেই চিঠি লিখল সে উত্তর পাওয়ার আশায়।

ঐশ্বরিয়ার প্রশ্ন, ভারতের স্বাধীনতাসংগ্রামের নায়ক মহাত্মা গান্ধী কবে জাতির পিতা হলেন? প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে এ প্রশ্নটিই করেছিল ঐশ্বরিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার প্রশ্নটি পাঠিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে জাতীয় মহাফেজখানায়। জাতীয় মহাফেজখানা থেকে গত মাসে জানানো হয়েছে, গান্ধীকে কে জাতির পিতা উপাধি দিয়েছিলেন এবং কবে থেকে তা সর্বস্তরে ব্যবহার হচ্ছে, সে বিষয়ে সমাধান দিতে তারা অপারগ। ঐশ্বরিয়া সাংবাদিকদের বলেছে, ‘যখন কেউই আমার এ প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন খুবই খারাপ লাগে।

...আমি এ প্রশ্নের জবাব পেতে চাই। কেননা, আমার বাবা-মা বা শিক্ষকেরা কেউই জানেন না, মহাত্মা গান্ধী কবে থেকে আমাদের বাপু (পিতা) হয়ে গেলেন। সূত্রঃ১ম আলো =============== ভাগ্য আমাদের দেশের কোন পিচ্চি একাজ করেনি। এতক্ষণে যুদ্ধপরাধী হয়ে যেত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.