আমাদের কথা খুঁজে নিন

   

বাচতে চাও.।। তাহলে সন্ত্রাসের ভয়ে ঘাপটি মেরে বসে থাকো ক্লাস রুমে”।

মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত স্বণামধন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গতকাল বিকাল চারটা দিকে বরাবরের মতোই এক ছাত্রীকে উতক্ত করে স্থানীয় কিছু বখাটে ছেলে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রতিবাদ করতে গেলে তার উপর উপর্যপুরি ছুরিকাঘাত সহ রড এবং অন্যান্য ধারালো অস্ত্র সহ নির্মম ভাবে তাকে আহত করা হয়। পরে অন্যান্য ছাত্রদের সহযোগীতায় গোলাম কিবরিয়া অভি নামে এই ছাত্র টিকে মুমুর্ষ অবস্থায় মহাখালীস্থ মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউ তে স্থানান্ত্মর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত্ম ছেলেটির অবস্থা অশংকা জনক।

সাম্প্রতিক সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারিদিকে স্থানীয় বখাটেদের উৎপাতে সাধারণ ছাত্রদের ভয় কাজ করছে। অনেকদিন ধরেই ছাত্রীরা শিকার হয়ে আসছে ইভটিজিং এর। এমনকি কয়েকবার কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক মোবাইল এবং টাকা পয়সা ছিনতাই করা হয়েছে। এসবের প্রতিবাদ করায় এবার হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে ইসিই (ইলেকট্রিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগের শেষ বর্ষের ছাত্র অভিকে। এসকল বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলর কে জানানো হলে রহস্য জনক ভাবে তারা নিশ্চুপ থেকেছেন এবং অত্যন্ত্ম অভিভাবকহীনতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ জারী করে এই মর্মে যে- স্থানীয় নেতা এবং কারো সাথে কোন সংঘাতে না জড়াতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে চা এবং সিগারেটের দোকানে আড্ডা থেকে বিরত থাকতে বলা হয়।

“চরম দায়হীনতার এই নোটিশের সারমর্ম কি এই-” সন্ত্রাসের ভয়ে ঘাপটি মেরে বসে থাকো ক্লাসরম্নমে”। আমরাও চাই না সংঘাত, আবার এও চাই না আমার কোন বোন, আমার ক্লাসমেটকে কেও কটু কথা বলুক আমারই সামনে” জানায় নাম প্রকাশে অনেচ্ছুক এক ছাত্র। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোন প্রতিসংঘাতে না জড়িয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন এর আহ্বান করেছে। বিষয়টি নিয়ে জনসাধারণ, সংবাদমাধ্যম এবং সংশিস্নষ্ট সবার দৃষ্টি আরোপ কামনা করছে ছাত্ররা। নোটিস: NOTICE Due to untoward incidents in the recent past between the students of BRAC University and a few local boys, it is advised that all students, faculty and staff refrain from visiting unauthorized tea shops and cigarette stands that has sprung up on the narrow, crowded lane behind Arong building. These places are frequented by anti-social elements who are often engaged in petty crimes, including dealing in drugs. Any member of the BRAC University, who visits those places, will do so at his/her personal risk. BRAC University will bear no liability for any incident that might happen there. This is for the information of all concerned. ISHFAQ ILAHI CHOUDHURY REGISTRAR -- আশিক মাহমুদ Source:  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।