আমাদের কথা খুঁজে নিন

   

বাচতে হলে জানতে হবে ।

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । আতেল : যেই দেশে যুদ্ধপরাধীর বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেবার অপরাধে মুক্তিযোদ্ধার ভাইকে হত্যা করা হয়...... সেই দেশকে ভালবাসা কঠিন ! আবুল: আরে ব্যাটা, দেশ’ত অন্যায় করেনি....করেছে এর ভিতরে থাকা ক্ষতিকর ভাইরাস ! ওষুধ দিয়ে নির্মূল কর এইসব বহিরাগত ভাইরাসগুলোকে । আতেল : হুমম, এইসব ভাইরাসের হাত থেকে বাচার ওষুধ কি ? আবুল : এই দেশে কে কে এইসব ভাইরাস পালতেছে...কাদের কারনে পরাজিত শক্তি এই দেশে পূনর্বাসিত হলো ? কারা কারা তাদের থেকে নানান সুযোগ সুবিধা নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে,করছে ? তারা সকলেই এই ভাইরাসে এফেক্টেড, তাদের চিহ্নিত করে সুস্থ নব প্রজন্ম থেকে আলাদা করে রাখতে হবে । গনজাগরন মন্ঞের মাধ্যমে মানুষ এতদিনে চিনে নিয়েছে এই লোকগুলো কারা...শুধূ তাদের বয়কট করলেই চলবে...এটাই বাচার উপায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।