আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার রঙ

অনুভবের রঙ মেখে চলি বেদনার রঙ এর সাথে চোখের জল গুলিয়ে রংতুলিতে ছবি আঁকব বলে; জলরং এ ক্যানভাসে রংগুলো দেই ছড়িয়ে তোমারই বেদনাগুলো ফুটিয়ে তুলতে সাদা রঙ এর ক্যানভাসে নীল রঙ একে দিয়ে তোমারই বেদনাগুলো জড়িয়ে; অবাক তাকিয়ে থাকি রংতুলির খেলা দেখি ছবি ফুটে ওঠে তাতে একটু একটু করে বেদনার রঙ নীল থেকে গাঢ় নীলে উঠে না ফুটে তোমার বেদনার অনুভবগুলো সব তোমারই মুখছবি হয়ে সাদা ক্যানভাসে সাদাকালো ছবি হয়ে ফুটে ওঠে বেদনার নীল রঙ বদলায় সাদাকালো সব অনুভবেতে । অনুভুতির আঁচর ফেলি কালো কলমের দোয়াতে লোনা জল মিলিয়ে কবিতার ঢং এ কিছু লিখব বলে; মনের ক্যানভাসে রংগুলো দেই বিলিয়ে তোমারই বেদনাগুলো মুছে দিতে সাদা রঙ এর কবিতার খাতায় কালো রঙ এ একে নিতে তোমারই বেদনাগুলো যেন যায় মিলিয়ে; অবাক তাকিয়ে থাকি কলমের খেলা দেখি লিখা হয় না কবিতা আমার, কষ্টের অনুভুতিগুলো আর বেদনার কথা সব কলমের আঁচড়েতে ওঠে না ফুটে তোমার নীল কষ্টের অনুভুতিগুলো সব তোমারই মুখছবি হয়ে কালো কলমের আঁচড়েতে সাদা পাতায় ভেসে ওঠে বেদনার রঙ বদলায় সাদাকালো সব অনুভুতিতে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।