আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার ঘুম

দুর্জ্ঞেয় নিরন্তর... এখনো ঘুম আসে। এখনো দু'চোখে অবেলার ঘুম আসে। কাক ডাকা মনে ভাসে কালো কালো জল। শীত শেষে ৩নং রাস্তার মোড়ে ঘুম আসে অর্বাচীন জোছনার মতন। ঘেউ ঘেউ ওঠে ডাক ছায়া ছায়া চারপাশ বাদুড়ের ডানাতেও একরাশ ঘুম।

লোডশেডিংয়ের রাতে নীতিহীন নগরীর মতন ঘুম আমায় শান্তনা দেয়। ভুল হয়ে ঝরে পরা চোখের জলের মতন ঘুম আমায় শান্তনা দেয়। আমি ঘুমাতে পারি। ঘুম তুমি আমায় নিয়ে যাও সেইখানে যেখানে মৃত মানুষেরা এখনো কথা বলে। ঘুম তুমি আমায় অসুস্থ ভালবাসা দাও যেন আমি পাই সেই নিষিদ্ধ স্বাদ।

ঘুম তুমি আবারো সেই কথা কও যে কথায় হেরে যায় পৃথিবীর সব প্রেমিকারা। ঘুম তুমি কেন দুর্বোধ্য আমাজন হও না? যেন আমি একবার হারালে আর বেরোতে না পারি। ঘুম তুমি আমায় আরো আরো প্রশান্তি দাও যেমন দিয়েছো বরাবর। হায় ঘুম...বিষন্ন ঘুম... হৃদয়ের ব্যথা বাজে শুনতে কি পাও? বুকভরা নিঃশ্বাস চুরি হয়ে গেছে ভুল হয়ে গেছে যত নিষ্পাপ পাপ চোখের জলের ধারা হারিয়েছে খেই নির্জনে ভালবেসে শূন্যতা হই। আকাশে তারা জাগে একবুক চাপা কষ্ট নিয়ে জ্বলে যায় বিষন্ন উল্কা।

আমিও...গহীন অরণ্যে জ্বেলে যাই বেদনার ঘুম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।