আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার সুখ

২ দিন আগের কথা প্রায় ১ সপ্তাহ পর ক্যাম্পাস এ যাব তাই একটু উত্তেজনার মধ্যেই ছিলাম। ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার কারনে নিয়মিত যাওয়া হয় না। কিন্তু উত্তেজনাটা সুখ এর না হয়ে কেমন জানি বুক টা দুরু দুরু করছিল মনে হচ্ছিলো কিছু তো হতেচলছে যা আমি চাই না হতে যাক। যাই হক সব উত্তেজনা নিয়েই গেলাম এবং যথারীতি প্রথমেই নিউ মার্কেট এ ঢু মেরে তারপরে ক্যাম্পাসে ঢুকলাম। সকালটা এবং দুপুরটা ভালই কাটল বন্ধদের সাথে আড্ডা এবং সুজন মামার হোটেল এ দুপুরে পেট পুজা।

দুপুরের খাওয়া শেষ করেই টিএসসির উদ্দেশে রওয়ানা হলাম বিকালের আড্ডা উপভোগ এর জন্য । টিএসসি চত্বরে প্রবেশ এর পর পর দূরে খুব পরিচিত একটা মুখ দেখতে পেলাম। মুখটা দেখেই পুরানো সৃতি গুলো সব মনে পরতে থাকল। সেই রাত এর পর রাত জেগে চাঁট করা কখনো চোখ এর ভাসাতেই স্ক্যপেতে কথা কখনো বা অন্ধকারে বসে ফেসবুক চাঁট। কি সুখের ছিল সেই মুহূর্তগুলো যা আমার জীবনে দীর্ঘায়িত হয়নি।

আমি হলাম তার মুখামুখি খুব এ সল্প পরিচিত এক জন মানুষ এর মত এবং নেহায়েত ভদ্রতা বসত কিছু কুসলাদি বিনিময় হল দুজনের মাঝে। তার সামনে বেশিক্ষণ বসে থাকার মত সাহস হল না চলে এলাম সেখান থেকে। তাকে প্রায় ১ বছর পর দেখতে পাওয়ার সুখ টুকু তো পেলাম কিন্তু সাথে করে নিয়া এলাম পুরানো খতগুলকে যা হয়ত সময়ের ভিরে কিছুটা মুছে গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে খতগুলো তাদের পুরানো জায়গায় ফিরে গেল। কিছু প্রস্ন যা আমি বয়ে চলছি ১টা বছর ধরে তা আবার সামনে এসে দাঁড়াল। সবকিছু কি ভুল ছিল?আমার কি একটা ভ্রম ছিল? আমাদের মদ্ধে কি কোন ভালবাসা ছিল না? তোমার জন্য কি আমি শুধুই ছিলাম সময় কাটানোর মাধ্যম? আমার প্রতি কখনই কি তোমার কোন দুর্বলতা ছিল না? সেই ছোট ছোট সুখ দুক্ষের অনুভুতি গুলো এত তারাতারি ভুলে গেলা? আমার সাথে কথা বলার জন্য তোমার আগ্রহ কোথায় হারিয়ে গেল? কোথায় গেল তোমার ভার্চুয়াল জিএফ? দোষটা হয়ত আমারও কিছুটা ছিল আমি পারিনি তোমায় আমার অনুভুতি গুলো বলতে কিন্তু আমি কি করে বলতাম তুমি সবসময় আমায় বন্ধুত্তের দোহাই দিয়ে বেধে রাখতে।

আজ আমি তোমায় দেখে তবুও বেদনার সুখ লাভ করেছি । খুব জানতে ইচ্ছা করছে তোমার কি কোন অনুভুতি হইনি আমায় দেখার পরে। কিন্তু আমার জানার সব দরওয়াজা তুমি বন্ধ করে রেখেছ তাই আজকে এই ব্লগ টা আমি তোমার জন্য লিখলাম যদি ভুল করে তোমার চোখ এ পরে যায় তাহলে হয়ত আমার অনুভুতির কিছুটা তুমি জানলে হয়ত আমার নিয়তি এটাই তুমি আমার নও জেনেও তোমায় ভালবাসার ভুল করা। কিন্তু সবসময় বিধাতার কাছে পার্থনা যেখানে থাক ভাল থাক এবং জেনে রেখ আমি এখন তোমায় অনেক মিস করি............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।