আমাদের কথা খুঁজে নিন

   

বেলা শেষের সকল প্রতারনার ব্যাপারে নিজেদের সাবধান হওয়া উচিত এবং অপরকেও সাবধান করা উচিত

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. আমরা শোয়র বাজারের ঝড় দেখলাম, কুইক রেন্টাল বিদ্যুত দেখলাম, সামনে ডেস্টিনি হয়ত দেখব কিন্তু এগুলো থেকে আমরা কি কিছুই শিখব না? আমাদের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ট্রেন্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া ও সাবধান হওয়া উচিত। অন্য সব ক্ষেত্র বাদ দিয়ে শুধুমাত্র শেয়ার মার্কেট ও ডেষ্টিনি নিয়ে যদি চিন্তা করা যায় তা হলে দেখা যাবে প্রশাসন ও সরকারের এ প্রশ্নবিদ্ধ ভূমিকা। অনেক ব্যাখ্যা করার মত যোগ্যতা না থাকার কারনে সরাসরি চিন্তাটাই বলে ফেলাই সঠিক হবে। ম্যানিপুলেটেড শেয়ার মার্কেটে লাখ লাখ মানুষ লাভের আশায় বিনিয়োগ করলো, জনগনের টাকা বিনিয়োগ হওয়ার কথা দেশের উন্নয়ন হওয়ার কথা। হঠাৎ করে সেখানে ধ্বস, জনগন হায় হায় করে উঠলো আর সরকার বলে দিলো শেয়ার বাজার ফটকাদের আখড়া, সেখানে যারা বিনিয়োগ করেছে তাদের দায়িত্বে করেছে এখানে সরকারের কি করার আছে।

অনেক চিৎকার চেচামেচি আর কয়েকজনের আত্মহুতির পার যাওবা টনক নড়ল আর লোক দেখানো তদন্ত হলো .. কিন্তু সে তদন্তের ফলাফল নাকি জানা যাবে না। কি আজব! তাহলে কি লাভ হলো। মাঝখান থেকে জনগনের টাকাটা হাওয়া হলো? ডেস্টিনি এতো বছর ব্যাবসা করতেছে, দেখা দরকার কোন টাইম ফ্রেমের ভেতরে তারা সবচেয়ে বেশি আমানত জনগনের কাছথেকে সংগ্রহ করছে। গত সরকারের আমলে হলে এ সরকারের দায়িত্ব ছিল সেগুলোর ব্যারে খেয়াল করা। আজকে তাদের কর্যক্রম যদি অবৈধ ঘোষিত হয় তাহলে আরে আগে কেন ঘোষনা করা হলো না।

কেন এদের কার্যক্রম পর্যবেক্ষনে ছিলনা? কেন তারা এতো মানুষের টাকা সংগ্রহ করার সুযোগ পেল? মন্ত্রীরা কি শুধু গাল নাড়িয়ে আর দাত বের করে রসময় কথা বার্তা বলার জন্যে? আজকে ডেস্টিনি যদি এত টাকা নিয়ে এত মানুষকে পথে বসায় তার পরেও কি আর একটা তদন্ত কমিটি হবে আর পরে বলা হবে যে সরকারের অনেক গুরুত্ব পূর্ন ব্যক্তি জড়িত থাকায় এ রিপোর্ট জন সম্মূখে প্রকাশ করা ও জড়িতদের ধরা সম্ভব নয়? সন্দেহ হয় এগুলো সব বিদায় বেলার পরিকল্পনা তো? চার তিন বছর জাল বিছানোর পার এখন জাল টানা শুরু হচ্ছে। খেলোয়াড়রা খেলে যাবে ধরা ছোয়ার বাইরে থেকে আর এসব চক্রান্তের জালে শিকার হবে সাধারন জনগন। না জানি আরো কত ফন্দিতে জনগনের টাকা ডাকাতি করার আযোজন চলছে। আমাদের সবার উচিত নিজে সর্তক থাকা আর অন্য সবাইকে সর্তক করা, যাতে কেউ লোভের ফাদে পা না দিয়ে নিজেদের সর্বস্ব খোয়ায়। এতো দিনে আমাদের কিছুটা বুঝ হওয়া উচিত যে কারা কি ভাবে আমাদের রক্ত শুষে খায় আর এও কঠিন বাস্তবতা যে কেউ আমাদের সহযোগীতার জন্য এগিয়ে আসবে না।

চোরে চোরে মাসতুতো ভাই.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.