আমাদের কথা খুঁজে নিন

   

লেংটা বেলা -টু- বুইড়া বেলা ২য় পর্ব

https://www.facebook.com/chairmanzerozero7 কাহিনী লম্বর ২ _______________ ক্লাস থ্রী তে থাকা অবস্থার ঘটনা। একদিন ফুলবাবু সাইজা ইস্কুল এ গেছি। যাওয়ার আগে মাত্র ৪টা পরোটা , ২টা ডিম ভাজি, সবজি, গরুর মাংশ আর হালকা সেমাই দিয়া নাস্তা কইরা মন খারাপ কইরা ক্লাস এ গেছি ( যাওয়ার সময় সিংগারা খাওয়ার লাইগ্যা ৫ টেকা চাইসিলাম। আম্মা দেয় নাই তাই মন খারাপ আছিলো)। ২-৩ ক্লাস যাইতে না যাইতেই পেটের মধ্যে মোচড়।

এমন মোচড় যে ২ নয়ন এ আন্দার দেহি এমন অবস্থা। ম্যাডাম রে কইলাম যে ম্যাডাম বাসায় যামু। ম্যাডাম কয় কেন বাবু? বাবুর যে অবস্থা কাবু ঐটা কেমনে কই? কইলাম পেটে ব্যাথা। ম্যাডাম কয় কেন বাবা কি খাইছো? আমি নাস্তার বর্ননা শুরু করতেই ম্যাডাম কয় বাবা থাম থাম ..আইটেম কইতাছো না ৩ এর ঘরের নামতা কইতাছো? ( আর বেয়াদ্দপ মাইয়ারা এইসব শুইনা এমন হাসি শুরু করলো যে মনে হইতাছিল আমি হেগো দুলাভাই লাগি। কিন্তু অবস্থা খারাপ দেইখা ঐডা রিমাইন্ডার হিসাবে সেভ করে রাখলাম।

) ম্যাডাম কয় স্খুলের টয়লেট এ যাও। আমি কইলাম ম্যাডাম সমস্যা আছে। কয় কি সমস্যা? আমি কই কওন যাইবো না..। আরে কও বাবা আমিতো তুমার মায়ের মতো আমি ম্যাডাম রে কইলাম কানে কানে কই? কও ক্লাসে তখন পুরা নিরবতা। আমি কইলাম ম্যাডাম আমি নিজে নিজে শুচু করতে পারিনা।

আফনে করাইয়া দিবেন ? শুইনা ম্যাডাম কয় বাবা তুমি বাসায় চলে যাও আজ তোমার ছুটি। আর বন্দুরা জিগায় কিরে ম্যাডাম রে কি কইছস ? এমন রাগ উঠছিলো মনে চাইছিলো শালার বেন্চের উপর কামডা সাইরা দেই। এরপর আমি নগদে বই থুইয়া হাটা দিলাম। ম্যাডাম কয় বাবা বই লইয়া যাও। আমি কই পরে নিমুনে।

আর ঐদিকে মাইয়াগো হাসি দেখে কে? আমি রাস্তায় নামতেই দেখি আমার পিছনে এক বন্ধু বই লইয়া দউরাইয়া আইতাছে। আমি কই কিরে তুই ? হে কয় দোস্ত আমি বুঝছি তোর হা..ধরছে । তাইনা ? কইয়া ৩২ টা দাত কেলাইয়া দিলো। কইলাম শালা চুপ যা। বাসার নিচে আইতেই এলাকার বিশিষ্ট সুন্দরী কলি আপা কয় কিরে তুই স্কুলে যাস নাই? আমি কইতে না কইতেই আমার ঐ বন্ধু কয় আপু ওর হা..ধরছে তো তাই ম্যাডাম ছুটি দিয়া দিছে।

আমার মান ,মর্যাদা, আভিজাত্যের পুরা খতনা কইরা দিলো। আমি শরমে দিলাম দৈাড়। আমার বাসা ছিলো ৩ তালায়। আপুর বাসা ছিলো নিচ তালায়। আপু কয় আমাদের বাসায় আয়।

মনে মনে আমি কই খাওনের লাইগা জীবনে ১ দিন দাওয়াত দিলানা না আর হাগনের দাওয়াত দিতে আইছো। যেইনা বাসার দরজা খুল্লাম প্যান্ট খুইলা বইয়া পরলাম ড্রইং রুমে। দিলাম দরজা লাগাইয়া। বাইরে বন্ধু তখনো স্ট্যান্ড বাই। কয় দোস্ত দরজা খোল বইগুলা দেই।

আমি কই বাইরে রাইখা ভাগ। আমি কাম সাইরা দাত কেলাইয়া যাইয়া আম্মারে ডাইকা তুললাম ঘুম থাইকা। কইলাম আম্মা একটু দেইখা যাও। আম্মা আইয়া দেইখা তো পুরাই তব্দা খাইয়া গেলো। আমি তো মনে মনে কই আজকে আমি সানডে মানডে ক্লোজ শিউর।

খালি কইলাম আম্মা সামলাইতে পারি নাই। আম্মা আমার দিকে তাকাইয়া হাইসা কইলো থাক বাবা আমি পরিষ্কার করতেছি। আমারে কিছুই কইলো না। (পরের দিন থেকে ষ্কুল এ আমার নাম হয়ে গেছিলো হাগরা না...) আজকে আমি বিদেশে থাকি ৪ বছর। ঐদিনের কথা মনে পরলেই মনে হয় কতো না কষ্ট দিছি আম্মুকে।

কোনদিন তোমার কষ্টগুলো বুঝতে দাওনি। আম্মু ভালবাসি তোমায়। দোয়া করো যেন সারাজীবন যেন তোমার পাশে থাকতে পারি। প্রথম পর্ব পড়তে চাইলে .... এইখানে ক্লিক করুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.