আমাদের কথা খুঁজে নিন

   

লেংটা বেলা -টু- বুইড়া বেলা ১০ ম পর্ব

https://www.facebook.com/chairmanzerozero7 এই পর্ব বয়ান দেওনের আগেই কইয়া লই চুশীল রা দূরে গিয়া আংগুল নাইলে ললিপপ চুষেন আর আমার পরাণ প্রিয় লুল ভাইয়েরা আউগায়া বহেন। কিচ্ছা হুনবেন দূরে কেন ? কাছে আহেন ডরাইয়েন না গো,উকটু আগেই বাসি কয়লা দিয়া দন্ত ৩৩ খানা ( গেঁজ দাত সহ) মাইজা আইছি। কেলাস টেনে পড়ি তহন। এক জিগরি দো্সতের ভাইয়ের বিয়া। কইলাম ল বেকতে মিইল্যা আমাগো মূল্যবান পদধুলি দিয়া শাদী খান রে ধইন্য কইরা আহি।

বিয়ার দিন আমার দোস্তরে দেহি সাইজা গুইজা অস্থির। পুরা গুলটু বাবু। হেয় হুদাই ভাব ধইরা কয় দোস্ত আমারে কেমন লাগতাছে? কইলাম সকাল বেলা তোর মায়ে কি রুটি বানাইছে ? দোস্তে কয় কেমতে বুঝলি ? কইলাম রুটি মনে লয় তোর মুখের উপরে ডলছে। নাইলে ধবল রোগির লাহান এমুন সাদা হইলি কেমতে? কয় ফেরেন লাবলি মাখছি। কইলাম হমুন্দির নাতি মুখ ধুইয়া আয়, নাইলে তোর লগে যামু না।

পুরাই ছাকিপ খানের বইনের লাহান লাগতাছে। গেলাম মাইয়ার বাড়ি। যাইতেই গেইটে আটকাইলো ফিতা কাটার লাইগ্যা। নয়া ঢং। মিজাজ বিলা হয়া গেলো গা।

কই একটু পানি , সরবত , পাউ ধোউনের পানি আউগায়া দিবো না ,জোয়ান ,বুইড়া ভাম ,চুডু চুডু ৭ বছরের মাইয়া শাড়ির লগে গেনজি পইরা আয়া বন্যা দুর্গতের লাহান টেকার লাইগা পিটির লাইনে খারইছে। কইলাম টেকা নাই তফাত যাও । হুইনা এমুন চউখ্যে চাইলো যেন পারলে মালিকা হামিরার লাহান আমাগোরে আগুনে পুড়াইয়া মারবো। হেই দিকে আমাগো বর সাব দেহি হাংগা বওনের লাইগা আর তর সয়না, কয় যা চায় দিয়া দে। আমি কি আর কম যাই।

যাওনের আগে বাপের ৬ দিন ধইরা শেভ করা জং ধরা ১ খান বেলেড লইয়া গেছিলাম। চামের উপরে দিলাম ফিতাডার খতনা কইরা। আর যায় কই, ৯১ এর বানের পানির লাহান সব মারো ঠেলা হেইয়ো কইয়া সব হান্দায়া গেলাম অনুদান দেওন ছাড়াই। বউয়ের ছুডু বইন দেহি পারলে কাটা মুরগির লাহান ক্রলিং করা শুরু কইরা দেয় আর কি। দেইখা ঠাডা রইদের ভিতরে ও জানডা কুলফি আইসক্রিমের লাহান ঠান্ডা হয়া গেলো।

দীর্ঘ ১ ঘন্টার প্রতীক্ষার পরে দেহি খাওন আইলো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া বীরের লাহান ঝাপায়া পড়লাম। একেকজনে নাকে মুখ দিয়া হমানে পেটে চালান দিতে লাগলাম। উকটু বাদে দেহি বউয়ের বইনে আইতাছে। আমি কই এই "রিনা খান'' আহে কেন? ওমা দেহি মাইয়া আমার কাছে আইছে রোস্ট লইয়া।

নুরানি হাসি দিয়া কয় আফনের লাইগা আনছি। আমি তো দুঃর্ভিক্ষের ভুখা আদমির লাহান লাফ দিয়া লইয়া যেই না এক লোকমা গিলছি বাংলা ছিনেমার মাথায় বাড়ি খাওনের পর লায়ক যেমতে কয় " আমি কে? আমি কুতায় ? হেই দশা। মাইয়া আমার রোস্টের লগে এমুন মরিচ মিশাইছে যে মুরগী বাইচা থাকলে হেই কইতো আমার গুয়ায় বরফ ডলা দে। আমি তো ফাল পাইরা যাইয়া পানি মুখে দিতেই দেহি লবন আর লবন। পুরা মংলা,কক্সবাজারের লবন আইনা গুলায়া দিছে।

বাইরে গিয়া ৪ টা পেরান জুস নামের মিষ্টি কুমড়ার রস খায়া জান ডারে রিলোড দিলাম। আর মনে মনে কই খাড়াও লুংগির নিচে কতো বা,,,, থুক্কু কতো ধানে কতো চাল আইজকা বুঝামু। চলবে...... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.