আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসনে যাচ্ছি আমি

আমার অবস্থা- কবি কবি ভাব- শুধু কাব্যের অভাব। যখন কবি কবি ভাব-গদ্যেরা পদ্য হয়ে ধরা দেয়, যখন কাব্যের অভাব-পদ্যরাও গদ্য হয়ে যায়.........। কোলাহলপূর্ণ নাগরিক জীবনে আমি অতিষ্ঠ হয়ে গেছি, তাই আমার সিদ্ধান্ত- আমি নির্বাসনে যাচ্ছি। তোমাকে আমি আগেই বলেছি আমি তাতেই খুশি- যা তোমার থেকে পেয়েছি। কিন্তু তুমি বুঝলে না আমাকে মিশে গেলে জনতার ভিড়ে।

তোমার আশেপাশে আজ লোকারণ্য এত জনাকীর্নতা আমার কাছে জঘন্য। তোমাকে চেয়েছি আপন করে, চাইনি পেতে জনতার ভিড়ে। আমাকে তুমি গিয়েছ ছেড়ে হৃদয়ে আমার ব্যাথা দিয়েছ। তবু আমি তাতেও খুশি, তোমার থেকে ব্যাথা পেয়েছি। অবশেষে তুমি চলে গেলে, যাওনি বিদায় দিয়ে।

আমি তাই আছি প্রতিক্ষায়- আবার কাছে ডাকবে আমায়। তবু আজ আমি অধৈর্য, এই জনারণ্য আমার কাছে অসহ্য। তাই আমি ঠিক করেছি- আমি নির্বাসনে যাচ্ছি, তবু ভাবি তুমি ডাকবে আবার- তাই পিছে ফিরে আছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।