আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসনে কবিতাফোঁটা

ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।

কবিতা তোমরা অনেক জ্ঞানী এবং রহস্যময় দিনরাত অলস সময়ে অথবা ধুসর আলোয় ভীড়তে মানব মনে এলিয়টের মনে তোমরাই পোড়োজমি হয়ে জন্মেছিলে ইয়েটসের কলমে দ্বিতীয় আগমনের বেথেলহেমের পথে অথবা ওবায়দুল্লাহর ধুসরধুলোমাখানো সরকারী লালফিতে আমলাতন্ত্রের অবসরে কিংবদন্তী হয়ে । তোমাদের প্রসবে বিবর্তন উত্তীর্ন মানব মন ভীষন আষ্ঠেপৃষ্ঠে মোচড়িয়ে কেঁদেছে এখনো পেটমোটা স্টেরিওটাইপের সমালোচকরা পাত্তা দেয় না তোমাদের প্রসবানন্দকে । হয়ত এই শতকের বহুমাত্রিকতা কেবল কষ্টজড়ানো উথান পতন আর হলোকাস্টের অপ্রয়োজনীয় রক্তারক্তি সেই সাথে এক ছটাক গ্লোবাল ওয়ার্মিং ককটেলের সাথেই ডুবে থাকে । যেহেতু সাইক্লোন নার্গিস আর চীনের স্কুলের নীচে চাপা পরা ৯০০ টি শিশুর দোমড়ানো অস্থিমজ্জা সৌরতন্ত্রের তৃতীয় গ্রহের নামফলকে দাড়িয়েছে এটাই মধ্যাহ্নের সুর্যের হলদেটে রোদের মত সত্য এখন কবিতাহীন নির্বাসনে আছে পরে গুটিকয় মানুষ আর পৃথিবী জুড়ে অসংখ্য বনমানুষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।