আমাদের কথা খুঁজে নিন

   

ডয়চে ভেলে সেরা ব্লগে সাবরিনা সুলতানা ও বাংলা ব্লগে আসিফ মহিউদ্দীনকে ভোট দিন

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে... ভোটিং পদ্ধতি নিযে বিতর্কিত ডয়চে ভেলে আয়োজিত আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতা 'ববস ২০১২' এর সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে সামুর নিয়মিত ব্লগার আসিফ মহিউদ্দিন স্থান করে নিয়েছেন। এছাড়াও সেরা ব্লগ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে সাবরিনা সুলতানা'র ব্লগ। লিংক আসিফ মহিউদ্দীন তার প্রতিক্রিয়ায় ফেসবুকে স্টাটাস দিয়েছেন, একজন জানাইলো ডয়েচে ভেলেতে এইবার সেরা ব্লগার লিস্টে আমার নামও নাকি চইলা আসছে, (ব্যাপক শরম পাবার ইমো হবে); যদিও আমি কোনভাবেই নমিনেশন দেই নাই। ভাইয়েরা, আর যাই হোক, জামানত যেন বাজেয়াপ্ত না হয়, একটু খেয়াল কৈরা। দুই চাইরটা ভোট দিলে মান সম্মান থাকে।

ঈমানে কই ভালা হয়া যামু, মান সম্মান রাইখেন প্লিজ। আমার যেই রকম আগ্রাসী আক্রমনাত্মক ইমেজ, জামানত বাজেয়াপ্ত হইয়া গেলে ব্যাপক লজ্জা পামু মনে হইতাছে। অমি রহমান পিয়াল আসিফ মহিউদ্দিনকে সমর্থন দিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন, গতবার এই বিভাগে আমি জিতছিলাম ইউজারদের ভোটে, এবার আসিফ মামার পালা। বাংলাদেশের একজন ব্লগারকে জয়ী করুন, তার সঙ্গে যতই মতবিরোধ থাকুক। সামুর নোটিশবোর্ডের ২৭ ফেব্রুয়ারির পোস্ট - ডয়চে ভেলে আয়োজিত আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতা - থেকে জানা যায়, গতবছর এই প্রতিযোগিতার প্রস্তুতি পর্বে প্রথমবারের মত অনলাইন ভোটিং পদ্ধতি চালু হলে তার অপব্যবহার ও স্বচ্ছতা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

উল্লেখ্য ২০০৪ সাল থেকে ডয়চে ভেলে এই আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে যা ববস নামে পরিচিত। ২০১০ সালে আয়োজিত আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় ১১টি ভাষার পাশাপাশি যুক্ত হয় বাংলা । এবারের প্রতিযোগিতার বাংলা ব্লগার ক্যাটাগরির ১১ নমিনি * আসিফ মহিউদ্দীন এর বাংলা ব্লগ * আমার ডায়েরী * সুড়ঙ্গ- নিয়াজের ভুবন * সালমা মাহবুবের ব্লগ * ছবিওয়ালার রোজনামচা * ডিজে আরিফের ভার্চুয়াল ডায়েরী * কথা তো বলার জন্যই * হিং টিং ছট * আবু সুফিয়ান'এর ব্লগ * সুস্বাদু সব বাংলা খাবার * গুণীজন ভোট দেয়া যাবে ফেসবুক, টুইটার ও ওপেন আইডি ব্যবহার করে। ভোট-১ ক্যাটাগরি সেরা ব্লগ এই লিংকে গিয়ে সাবরিনা সুলতানা'র ব্লগ সিলেক্ট করে এখনি ভোট দিন ক্লিক করুন। এরপর যে পেজ আসবে সেখানে সেরা ব্লগ/ বেস্ট ব্লগ সিলেক্ট করে দিন আবার এখনি ভোট দিন ক্লিক করুন।

ভোট-২ ক্যাটাগরি বাংলা ব্লগ এই লিংকে গিয়ে আসিফ মহিউদ্দীন এর বাংলা ব্লগ সিলেক্ট করে এখনি ভোট দিন ক্লিক করুন। এরপর যে পেজ আসবে সেখানে বাংলা ব্লগ সিলেক্ট করে আসিফ মহিউদ্দীন এর বাংলা ব্লগ সিলেক্ট করে আবার এখনি ভোট দিন ক্লিক করুন। হ্যাপি ভোটিং  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.