আমাদের কথা খুঁজে নিন

   

ডয়চে ভেলেতে একটি নিউজ প্রকাশ করা সম্পর্কিত পোষ্ট

Small is the number of them that sees with it's own Eyes and feels with it's own Heart. _Albert Einstein গত ১৫ জুলাই ডয়চে ভেলের রাতের পরিবেশনা শুনতে শুনতে ভাবলাম বিবিসি বাংলার পরিবেশনাগুলোও ডাউনলোড করে রাখি। তাই বিবিসি বাংলার ওয়েব পোর্টালে ক্লিক করলাম। দুটো নিউজ ডাউনলোড করার পর হঠাত অডিও খবরের এখানে খেয়াল করলাম ,''ইহুদি মুসলীম ঐক্য"। নিউজটি আমি এখানে দিয়ে দিলাম, কোন বিষয়ে ইহুদি এবং মুসলিমদের একমত হওয়ার বিষয়টি সচরাচর দেখা যায়না। তবে জার্মানির একটি আদালতের রায়ের পরিণতিতে ঠিক সেই কাজটিই হয়েছে দেশটিতে ইহুদি ও মুসলিমদের মধ্যে ছেলেদের যে খৎনা করার রীতি রয়েছে সেটিকে বেআইনি বলে রায় দিয়েছে আদালত। একই সাথে দেশটির চিকিৎসকদের এই কাজ করতে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে। তবে ইহুদি এবং মুসলিমরা মনে করছেন জার্মানির আদালত তাদের জীবনযাত্রার ধরনে দখল নিতে চাইছে। বার্লিন থেকে বিবিসির স্টিভ এভান্সের প্রতিবেদন পরিবেশন করছেন রাসেল মাহমুদ। আমার অবাক লাগল যে ডয়চে ভেলে এই নিউজটি পরিবেশনায় অন্তর্ভুক্ত করেনি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.