আমাদের কথা খুঁজে নিন

   

ডয়চে ভেলে আয়োজিত আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতা ববস ২০১২ এ বাংলা ব্লগের মনোনয়ন ১৩ই মার্চ পর্যন্ত

নোটিশবোর্ড প্রিয় ব্লগার, শুভেচ্ছা নিন। আপনারা নিশ্চয়ই জার্মান রেডিও ডয়চে ভেলের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। জার্মান সরকারের এই রেডিও'তে পৃথিবীর অনেক গুলো দেশের ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তার মধ্যে একটি আমাদের বাংলা ভাষা। মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মানের একটি মাধ্যমের সাথে আরও ফলপ্রসূ ও গতিশীল করার লক্ষে গত দু'বছর আগে ডয়চে ভেলের সাথে মিডিয়া পার্টনার হিসেবে সামহোয়্যার ইন... এর একটি চুক্তি সম্পাদিত হয়।

এর সূত্র ধরে দুপক্ষের আগ্রহ এবং প্রচেষ্টায় ২০১০ সালে তাদের আয়োজিত আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় ১১টি ভাষার পাশাপাশি গৌরবের সাথে যুক্ত হয় বাংলা ভাষা। উল্লেখ্য ২০০৪ সাল থেকে ডয়চে ভেলে এই আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে যা ববস নামে পরিচিত। গতবছর এই প্রতিযোগিতার প্রস্তুতি পর্বে প্রথমবারের মত অনলাইন ভোটিং পদ্ধতি চালু হলে তার অপব্যবহার ও স্বচ্ছতা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এর প্রতিবাদ স্বরূপ অংশগ্রহণকারী ব্লগার সহ অন্যান্য ব্লগারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং অনেকেই এই প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করেন। বিষয়টি অনুধাবন করে ব্লগারদের অনাগ্রহ এবং প্রতিবাদে সমর্থন জানিয়ে আমরাও গতবছর মেইলের মাধ্যমে সেই প্রতিযোগিতায় সহযোগিতা থেকে সরে আসি।

এবছরও যথারীতি প্রতিযোগিতাটি শুরু হতে যাচ্ছে। শুরু হয়ে গেছে ব্লগ মনোনয়নের কাজটি। অনলাইন ভোটিং পদ্ধতি এবং পুনরায় এর অপব্যবহারের আশংকা থাকায় এবারও আমরা সরাসরি এই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত থাকছি না। তবে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কমিউনিটি বাংলা ব্লগ প্ল্যাটফর্ম হিসেবে আমরা, একটি আন্তর্জাতিক মানের ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার অন্তর্ভূক্তি ও এর প্রচার, প্রসার এড়িয়ে যেতে পারিনা। আমরা সুষ্ঠু প্রতিযোগিতা পদ্ধতির প্রচলন আশা করি।

আমরা সকল বাংলা ব্লগারদের জানাতে চাই, এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য যে কোন প্ল্যাটফর্ম থেকে যে কোন বাংলা ব্লগ মনোনয়ন করা যাবে। আপনার নিজের অথবা পছন্দের যেকোন বাংলা ব্লগকে আপনি মনোনয়ন করতে পারেন। আগামী ১৩ই মার্চ মনোনয়ন দেবার শেষ দিন। এই প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন ডয়চে ভেলের ববস ওয়েবসাইট (http://thebobs.com/bengali/) থেকে। ধন্যবাদ, শুভ ব্লগিং।

সামহোয়্যার ইন ব্লগ টিম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.