আমাদের কথা খুঁজে নিন

   

হাতের রেখায় প্রিয় নাম ---অনির্বাণ !

অনির্বাণ , ভুলে থাকবার চেষ্টায় বারবার ফিরছো তুমি কোথায় নেই তুমি ! এই ঘর , বারান্দার অবাক ধূসর গাছ ,স্নান ঘরের শেষ হয়ে যাওয়া জলে কোথায় নেই তুমি ! সবচেয়ে ভয় আমার আয়নায় যতোবার চোখে সরিয়ে মুখোশে খুঁজি আড়াল কোন এক তুমি মুখোশের গভীর থেকে টেনে হেঁচড়ে সামনে আনো আমাকে অবাক আমি তোমাকে দেখি ক্লান্ত চোখে , অবসন্ন শরীরে , আমার নিঃশ্বাস ছুঁয়ে ফিরে যাওয়া অনির্বাণ ! উঠোনে আর পা ফেলি না , গলির মুখে দাঁড়িয়ে খুঁজি না প্রিয় মুখ অনির্বাণ , কি এক কথায় সে কি অভিমান তোমার ! মুখটা লালচে হয়ে যেতেই বুকে চেপে ধরেছিলাম কান্না সেই যে আঁকড়ে ধরেছিলে , কি করে ছেড়ে গেলে অনু ! আর আমি তোমার সেই কিশোরী অরু এই মধ্য বয়সে আজও মেহেদি রঙে আঁকি তোমার নাম হাতের রেখায় তুমি ছিলে না জেনেও হাত বাড়াই আকাশে ওখানে কেউ আছে ; যিনি নিয়ত ভাগ্য লেখেন একটা নাম অনির্বাণ এই হাতে , এই মনে , এই চোখে একবার লেখা যায় ? ঈশ্বরের কাছে প্রশ্ন ছিলো আমার । ২৮/০৩ /২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.