আমাদের কথা খুঁজে নিন

   

সার্ক সদস্য দেশ গুলোও বানিজ্য করুক নিজ মুদ্রায়........

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... SAARC - South Asian Association for Regional Cooperation প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৫ এর ডিসেম্বরে। লক্ষ্য এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। সার্ক গঠনের ফলে কাগজে কলমে অনেক উন্নতি হলেও সত্যিকার অর্থে কি উন্নতি হয়েছে তা আমার কাছে দৃশ্যমান নয়। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের জোটের ফল সবার কাছে দৃশ্যমান। যেমন ইউরো জোনের কথাই ধরুন, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তারা কিভাবে জোটের দেশগুলোকে সাহায্য করছে।

আজ তাদের সীমান্ত নিয়েও তেমন কোন ঝামেলা নেই। সার্ক এর অন্তভুক্ত হওয়ার পরও ভারতের সাথে আমাদের সীমান্ত বিরোধ এর পাশাপাশি সীমান্তে উত্তেজনা সব সময়ই দেখা যায়। সার্ক এক্ষেত্রে কোন সামাধান এখন ও দিতে পারেনি। সার্ক সব সমস্যার সমাধান খুব ভাল না করতে পারলেও অর্থনৈতিক মুক্তি কিন্তু এই অঞ্চলে খুব ভাল ভাবে করতে পারে। আর এই জন্য দরকার উদার মানসিকতা।

BRICS - BRICS is an international political organisation of leading emerging economies, arising out of the inclusion of South Africa into the BRIC group in 2010. As of 2012, its five members are Brazil, Russia, India, China and South Africa. যা প্রতিষ্ঠিত হয়েছে ২০০৬ এ আর পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে ২০০৮ এ। তাদের লক্ষ্য জোটের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন। আর তাই তারা আজ নিজস্ব মুদ্রায় বানিজ্য করার চিন্তা করছে ডলার এর উপর চাপ কমাতে। যাতে করে তাদের রিজার্ভ এর উপর তেমন চাপ না পড়ে। যতদুর জানি সার্ক অভিন্ন মুদ্রায় চালু করতে যাচ্ছে কিন্তু তা এখন ও বাস্তবায়ন হয়নি।

এখন ও আমাদের ইন্ডিয়া যেতে হলে ডলার নিয়ে যেত হয়। আর তাতেও বৈদেশিক রিজার্ভ এর উপর চাপ পড়ে। তাই অর্থনেতিক উন্নয়নের জন্য অভিন্ন মুদ্রার পাশাপাশি নিজ নিজ দেশীয় মুদ্রায় বানিজ্য করার প্রচেষ্টা গ্রহন করা যেতে পারে। আর এতে করে ডলারের উপর অনেক নির্ভরশীলতা ও কমে আসবে। আমারা বেশীর ভাগ পন্য আমদানী করি ভারত থেকে।

যদিও ভারত তা করতে চাইবে না। কিন্তু তারা BRICS এর মধ্যে একই চুক্তি করতে যাচ্ছে। আর এই জন্য আমাদের সরকারকেই বেশী উদ্যেগ নিতে হবে। যতদূর জানি বর্তমান সরকার এর সাথে ভারতের খুব ভাল সম্পর্ক, যদিও ভারতকে সুবিধা দিতে একপায়ে খাড়া, আর সুবিধা নিতে এক মমতার কাছে হার। আগামী সার্ক সম্মেলনে BRICS এর আদলে এই ধরনের পরিকল্পনা গ্রহন করা হলে সার্ক ভুক্ত সব দেশই উপকৃত হবে।

যদিও ইউরো জোনরে মত করে ইউরোর আদলে অভিন্ন মুদ্রা চালূর ঘোষনা গত বার ই দেওয়া হয়েছিল তার ফল এখন ও পাওয়া যাচ্ছে না। নৈরাশ্যবাদী নয় অবশ্যই পাওয়া যাবে। বি:দ্র: আমি যা লিখলাম তা একান্তই আমি যতদুর জানি তার উপর ভিত্তি করে। এখানে ভুল ও থাকতে পারে কোন কোন ইনফোতে। যদি তাই হয় দয়াকরে ক্ষমা করে দিবেন আর সঠিক ইনফো টা দিয়ে দিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.