আমাদের কথা খুঁজে নিন

   

‘সার্ক বিদ্যুৎ সঞ্চালন লাইনের নকশা হচ্ছে’

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। প্রস্তাবিত দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের নকশা প্রণয়নে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে ভারত। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বিদ্যুৎ খাতে দুদেশের মধ্যকার সম্পর্ক জোরদার হবে বলেও ধারণা করা হচ্ছে। ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লি ও ঢাকা আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক খসড়া প্রস্তুত করছে। ভারতের দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে সি ভেনুগোপাল বলেছেন, প্রস্তাবিত দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন সংক্রান্ত দুটি খসড়া প্রণয়ন করছে ভারত।

তিনি বলেন, প্রথম খসড়ায় আন্তঃসীমান্ত যোগাযোগ এবং যৌথ সমীক্ষা, অর্থায়ন, মালিকানা ও নিরাপত্তাসহ বিভিন্ন দেশের মধ্য দিয়ে সঞ্চালন লাইনের অবকাঠামো নির্মাণের কৌশল নির্ধারণ এবং তার বাস্তবায়নের বিষয়গুলো থাকছে। নয়া দিল্লির প্রস্তুত করা দ্বিতীয় খসড়ায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘ ও স্বল্প মেয়াদে বিদ্যুৎ বিনিময় ও বাণিজ্য বিষয়ক নীতিমালা, সমন্বিত শিডিউল এবং নিরাপদ ও নির্বিঘেœ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ বিনিময় ও বাণিজ্যের ক্ষেত্রে সার্কের নিয়মাবলী এবং অবকাঠামো ও কার্যাবলীর ওপর গুরুত্ব দিয়ে খসড়া প্রণয়ন করছে বাংলাদেশ। দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিষয়টি সরকারি সংস্থা, কর্পোরেট হাউজ ও বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলো। গত ১৮ জানুয়ারি ভারতের রাজস্থান প্রদেশের উদয়পুরে বিদ্যুৎ নিয়ে সার্ক বিশেষজ্ঞ দল দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে।

সেখানে বাংলাদেশ ও ভারতকে এ বিষয়ে ধারণাপত্র প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে ভুটান ও নেপালের সঙ্গে ভারতের বিদ্যুৎ বাণিজ্য আছে উল্লেখ করে ভেনুগোপাল বলেন, “সার্ক বা দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরির পর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনাবেচা সম্ভব হবে। ” লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের বিরামপুর ও বাংলাদেশের ভেড়ামারার মধ্যে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের একটি সংযোগ লাইন স্থাপনের কাজ চলছে। বিস্তারিত এখানে দেখুন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.