আমাদের কথা খুঁজে নিন

   

সার্ক বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু এ বছরই



সাউথ এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা এ বছরই শুরু হচ্ছে। নয়া দিল্লিতে স্থাপিত এ বিশ্ববিদ্যালয়ে আগামী আগস্ট মাস থেকে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। মঙ্গলবার থিম্পুতে সার্ক মন্ত্রিপরিষদের বৈঠকের পর মিজারুল সাংবাদিকদের বলেন, এ বিষয়টি চূড়ান্ত হবে শীর্ষ সম্মেলনে। বুধ ও বৃহস্পতিবার ষোড়শ সার্ক সম্মেলনে অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তারা ইতিমধ্যে থিম্পু পৌঁছেছেন। মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নয়া দিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হলেও আঞ্চলিক ক্যাম্পাস হবে প্রতিটি সদস্য রাষ্ট্রে। ২০০৫ সালে ঢাকা সম্মেলনে সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৭ এ নয়া দিল্লি সম্মেলনে এ বিশ্ববিদ্যালয় স্থাপনে চুক্তি হয়। ---------------বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.