আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা গোলাম আজম যদি খেলা দেখতে যেতো তাহলে কি বাংলাদেশ অল উইকেট হারাইয়া জিরো রানে ব্যাক করে আসতো ??

www.banasree.com আমরা জাতি হিসেবে কতটা বলদ তাই চিন্তা করছি । আমাদের কে যা বোঝায় তাই বুঝে নেই। আমাদের শ্রদ্ধেয় মন্ত্রীকুল শিরোমনি জননেত্রী (বর্তমানে কি অবস্থা আল্লাহ মালুম) শেখ হাসিনা ক্রিকেট নিয়ে যে মন্তব্য করেছেন তা আমাকে খুবই ব্যাথিত করেছে। দলীয় দৃষ্টিভংগির উর্ধে কেনো আমরা উঠতে পারছিনা? আমদের বনশ্রীতে খেলা দেখা শেষে অনেকজনকে হু হু করে কাঁদতে দেখেছি, তারা সবাই আওয়ামি লীগ করে বলে আমারতো মনে হয়না। কাউকে তো হাসতে দেখিনি। তাহলে কি এখন বিএনপির জনপ্রিয়তা শুন্যের কোঠায়? নাকি আপনি অন্যকে খাটো নিজেকে বড় ভাবতে শুরু করেছেন। সবাই যখন বলেছিলো পাক ভারত খেলার সময় পাকিস্থান জিতলে বাংলাদেশ সহজে ফাইনালে যেতে পারবে আমি এটার বিপক্ষে ছিলাম কারন আমরা খেলেই জয় নিতে চাই । এবং আমরা তাই পেয়েছি। অবশেষে .... আপা কম কথা বলুন শত্রু কমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।