আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স বেসিকস (পর্ব-৬)-মানি ম্যানেজমেন্ট

https://www.zulutradesforex24.zulutrade.com ফরেক্স বেসিকস (পর্ব-৬)-মানি ম্যানেজমেন্ট ============= মানি ম্যানেজমেন্ট হল আপনার একাউন্টের ডলার যথাযথভাবে ব্যবহারের পদ্ধতি। সিকিউরিটি ট্রেডিং, ফরেক্স, অপশনস, ফিউচার্স, কিংবা কমোডিটি ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি মানি ম্যানেজমেন্টে দক্ষ না হলে কয়েক দিনে কিংবা কয়েক মিনিটেই আপনার মূলধণ হারিয়ে যেতে পারে। আমাদের দেশে প্রায়শঃই শেয়ারবাজারে শেয়ারবাজারে শেয়ারের দাম পড়লে বিক্ষোভ করতে দেখা যায়। অধিকাংশ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়েছেন কেবলমাত্র মানি ম্যানেজমেন্ট ঠিকমত প্রয়োগ না ফরার কারণে।

ফরেক্স মার্কেটে যথাযথভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনার মূলধণ সুরক্ষিত থাকার পাশাপাশি আপনি নিয়মিত লাভ করতে পারবেন। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের কিছু নিয়ম নিয়ে আলোচনা করছি। ১। কম রিস্ক নিনঃ ফরেক্স মার্কেটে খুব দক্ষ ট্রেডার কখনো প্রতি ট্রেডে ২% এর বেশি রিস্ক নেন না এবং একাধিক ট্রেড ওপেন করলে ২০% এর বেশি মূলধণ রিস্কে ফেলেন না। আপনি যদি আপনার সব মূলধণ বিনিয়োগ করে ফেলেন তাহলে আপনি খুব কম সময়ে যেমন আপনার টাকা দ্বিগুণ করে ফেলতে পারেন তেমনি কয়েক মিনিটেই আপনার পুঁজি হারিয়ে ফেলতে পারেন।

ফরেক্স মার্কেটে আপনার প্রথম কাজ হচ্ছে আগে পুঁজি টিকিয়ে রাখা, এরপর লাভ করা এবং লাভ ধরে রাখা। তাই নতুন ট্রেডারদের জন্য ২% এর বেশি রিস্ক নেওয়া ঠিক নয়। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করিঃ ধরে নিচ্ছি আপনি ৩০০ ডলার দিয়ে একটি একাউন্ট ওপেন করলেন। ব্রোকার আপনাকে ১: ৫০০ লেভারেজ ( ৫০০ গুণ ঋণ) দিলো। তাহলে আপনি (৩০০X৫০০) বা ১,৫০,০০০ ডলারের ট্রেড করতে পারবেন।

আপনি যদি ২% রিস্কে ট্রেড করেন তাহলে আপনি ব্যবহার করবেন (১,৫০,০০০ ডলারের ২% ) বা ৩০০০ ডলার। আপনি যদি EUR/USD এর মিনি লট ট্রেড করেন (প্রতি মিনি লট সমান ১০,০০০ বেইজ কারেন্সি বা ১০,০০০ ইউরো), বাজার মূল্য ১.৩২০০ হলে ১ মিনি লটের দাম হবে ১৩২০০ ডলার, আপনি ৩০০০ ডলার ব্যবহার করলে কিনতে পারবেন (৩০০০/১৩২০০) বা ০.২২ লট, আপনি যদি সর্বোচ্চ ২ টি পর্যন্ত পজিশন ওপেন করেন তাহলে প্রতি ট্রেডে ০.১০ লট কিনতে পারেন। মিনি লটে ১ পিপ ভ্যালু হবে ১ ডলার , ০.১০ লটে প্রতি পিপ ভ্যালু হবে ১০ সেন্ট। আপনি যদি প্রতি ট্রেডে ৩০ পিপ লাভ করতে পারেন তাহলে ২ ট্রেডে ৬০ পিপ লাভ হবে যার মূল্য হবে ৬ ডলার যা আপনার মূলধণের ২%। একদিনে ২% লাভ করা যথেষ্ঠ।

কম রিস্ক নেওয়ার সুবিধা হল কোন পজিশন আপনার বিপক্ষে গেলেও আপনি ট্রেডটিকে ধরে রাখতে পারবেন। ২। ড্র ডাউন হিসাব করুনঃ আপনি যদি আপনার মূলধণের ১০% হারান তাহলে বাকি মূলধন দিয়ে আপনার লস কভার করতে হলে আপনাকে ১১% লাভ করতে হবে ( ১০০ টাকার ১০% লস মানে ১০ টাকা, ১০ টাকা লস হবার পর আপনার মূলধণ ৯০ টাকা , ৯০ টাকা খাটিয়ে ১০ টাকা লস পুনরুদ্ধার করতে হলে আপনাকে লাভ করতে হবে (১০/৯০*১০০) বা ১১.১১% । ) একই ভাবে আপনার ৫০% পুঁজি হারালে তা পুনরুদ্ধার করার জন্য আপনাকে ১০০% লাভ করতে হবে। আপনি যদি একবার বড় লসে পড়ে যান তাহলে তা পুনরুদ্ধার করার জন্য আপনাকে আরো মূলধণ বিনিয়োগ করেতে হবে, কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করলে আপনি আবারো লসে পড়বেন।

৩। রিস্ক টু রিওয়ার্ডঃ কোন ট্রেড যদি প্রফিট হবার সম্ভাবনা কম থাকে বা লসের সম্ভাবনা বেশি থাকে তাহলে ঐ ট্রেড করা থেকে বিরত থাকুন। রিস্ক টু রিওয়ার্ড হিসাব করুন, যেমন আপনি যদি আগের হিসাবে ০.১০ লট ট্রেড করেন তাহলে আপনি ১% রিস্ক নিচ্ছেন, আপনি যদি ৩০ পিপ লাভ করেন ( ৩ ডলার) তাহলে আপনার রিস্কের অনুপাতে রিওয়ার্ড হল ১ অনুপাত ১। রিস্ক টু রিওয়ার্ড ১ অনুপাত ২ বা ১ অনুপাত ৩ হওয়া ভালো। রিস্ক টু রিওয়ার্ড অনুপাত ১:২ করতে হলে আপনাকে লাভ করতে হবে ৬০ পিপ, ১:৩ করতে হলে আপনাকে লাভ করতে হবে ৯০ পিপ।

বাস্তবে এমন হিসাব করে লাভ নাও আসতে পারে। আপনি ডে ট্রেডার হলে দিনে হয়ত ১০টি ট্রেড করলেন ( কিন্তু ২% রিস্কের হিসাবে সর্বোচ্চ ০.১০ লটের ২ টি পজিশন)। এক্ষেত্রে রিস্ক টু রিওয়ার্ড ১:১ বা এর কম হলেও অসুবিধা নেই, কারণ ১০টি ট্রেডে আপনি যে লাভ করবেন তা আপনার এগ্রিগেটেড রিস্ক টু রিওয়ার্ড ১:৩ এর বেশি হবে। কিভাবে? ১০ টি ট্রেডের মধ্যে যদি ৬ টি উইনিং ট্রেড এবং ৪ টি লুজিং ট্রেড হয় এবং প্রতি উইনিং ট্রেডে গড়ে ২০ পিপ লাভ এবং লুজিং ট্রেডে ১০ পিপ লস হলে ৮০ পিপ লাভ থাকে যার মূল্যমান হবে ৮ ডলার, যা আপনার মূলধণের ৩% এর কাছাকাছি। রিস্ক টু রিওয়ার্ড রেশিও যথাযটথভাবে মানার দরকার হবে যদি আপনি পজিশন ট্রেডার হন অর্থাৎ আপনার ট্রেড মধ্য বা দীর্ঘমেয়াদে ধরে রাখেন।

৪। স্টপ লসঃ স্টপ লস মানি ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফরেক্স মার্কেটে আমরা বিনিয়োগ করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস এর উপর ভিত্তি করে এবং একটি কারেন্সি পেয়ারের দাম কমবে না বাড়বে সেটা অনুমান করে সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। ফরেক্স মার্কেটে ১০ মিনিট পরে কি হবে তা যথাযথভাবে বলা কারো পক্ষেই সম্ভব নয়।

তাই কোন ট্রেড আপনার বিপক্ষে গেলে সেটাকে ধরে না রেখে অল্প লসে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। স্টপ লস কিভাবে সেট করতে হবে এ বিষয়ে পৃথকভাবে বিস্তারিত আলোচনা করবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.